যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই)-এ চাকরির সুবর্ণ সুযোগ এসেছে (CSIR CGCRI Recruitment)। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানে বিজ্ঞান গবেষণায় আগ্রহী প্রার্থীরা এবার সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। গবেষণা-ভিত্তিক কাজের প্রতি যাঁদের আগ্রহ রয়েছে, তাঁদের জন্য এটি সত্যিই একটি বড় সুযোগ। যদি আপনি যোগ্যতা পূরণ করেন, তবে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন পাঠাতে হবে।
যাদবপুরের CGCRI-তে বিজ্ঞানী পদে চাকরির সুযোগ (CSIR CGCRI Recruitment)
সিজিসিআরআই–এ মোট ২৮টি বিজ্ঞানী পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথমে এক বছরের জন্য ‘প্রোবেশন’–এ রাখা হবে, এবং কাজের মূল্যায়নের ভিত্তিতে পরে সেই মেয়াদ বাড়ানো হতে পারে। এই পদে যোগ দিলে প্রার্থীরা মাসে ১,৩২,৬৬০ টাকা বেতন পাবেন। পাশাপাশি নিয়ম অনুযায়ী আরও বিভিন্ন খাতে ভাতা ও সুবিধাও প্রদান করা হবে।
সিজিসিআরআই–এর সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে, যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বিভিন্ন পদের জন্য বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর যোগ্যতা থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যাঁদের গবেষণার অভিজ্ঞতা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদনমূল্য নেই, তবে অন্যান্য প্রার্থীদের ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ ডিসেম্বর থেকে এবং চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। আবেদন পর্ব শেষে, নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ-এর মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। নিয়োগের বিস্তারিত শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্যের জন্য প্রার্থীদের অবশ্যই প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।
