তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য অভিবাসনের দরজা বন্ধ করল আমেরিকা, ট্রাম্পের কড়া বার্তা

আমেরিকা এবার তৃতীয় বিশ্বের সমস্ত দেশের জন্যই অভিবাসনের দরজা বন্ধ করতে চলেছে—এমনই বিস্ফোরক ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump on Migration)। শুক্রবার সকালে (ভারতীয় সময়) নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দেন, আমেরিকার নাগরিকদের স্বার্থ রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। যদিও ট্রাম্প কোনও দেশের নাম স্পষ্ট করে বলেননি, কিন্তু ভারতের এক প্রতিবেশী দেশের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছেন। তাঁর অভিযোগ, সেই দেশ থেকে নির্বিচারে অভিবাসীরা আমেরিকায় ঢুকে পড়ছেন, আর সেই পরিস্থিতির বেশ কয়েকটি ছবিও তিনি তুলে ধরেছেন।

হোয়াইট হাউসের বাইরে গুলি চালানোর ঘটনায় নিহত দুই ন্যাশনাল গার্ডকে কেন্দ্র করে আবারও আগুন ঝরালেন ডোনাল্ড ট্রাম্প। অভিযুক্ত বন্দুকবাজ যে আফগানিস্তানের নাগরিক—রহমানুল্লা লাকানওয়াল—তা সামনে আসতেই ট্রাম্পের ক্ষোভ আরও বেড়ে যায়। শুক্রবার তিনি সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে হাজার হাজার মানুষকে গাদাগাদি করে এক জায়গায় বসে থাকতে দেখা যায়। ট্রাম্প দাবি করেন, আফগানিস্তান থেকে দল বেঁধে মানুষ আমেরিকায় ঢুকছে, আর ছবিটি সেই ‘ভয়াবহ’ বিমান পরিবহণেরই অংশ। তিনি অভিযোগ করেন, কোনও রকম ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই সেই সমস্ত মানুষকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয়েছিল। তাঁর কথায়, “এটা আফগানিস্তানের পরিবহণের ছবি। আমরা সমস্যা ঠিক করব। কিন্তু ভুলব না, জো বাইডেন আমাদের দেশের কী সর্বনাশ করে গিয়েছেন।”

ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এখানেই থামেনি। এর পরের একটি সমাজমাধ্যম পোস্টে তিনি সরাসরি তৃতীয় বিশ্বের দেশগুলির নাগরিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দেন। তাঁর দাবি, আমেরিকা প্রযুক্তিগত ভাবে যতই এগিয়ে যাক না কেন, অনিয়ন্ত্রিত অভিবাসন নীতি দেশের জীবনযাত্রার মানকে নষ্ট করছে। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “আমি সমস্ত তৃতীয় বিশ্বের দেশ থেকে আমেরিকায় অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করে দেব। মার্কিন ব্যবস্থাপনাকে পুরোপুরি সঠিক পথে ফেরানোর সুযোগ দেব। বাইডেনের আমলে যত অবৈধ অনুপ্রবেশ ঘটেছে, তা বাতিল করব।”

তিনি আরও জানান, আমেরিকার জন্য ‘গুরুত্বপূর্ণ নয়’ এমন ব্যক্তি কিংবা যারা আমেরিকাকে ভালোবাসতে পারবেন না, তাঁদের দেশ থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি, যারা মার্কিন নাগরিক নন, তাঁদের জন্য সরকারি সুবিধা-সুবিধাও বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের কথায়, আমেরিকায় এমন কোনও মানুষ থাকবে না, যারা পশ্চিমি সংস্কৃতির সঙ্গে মানাতে পারেন না বা যাঁরা মার্কিন নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করেন।

তৃতীয় বিশ্বের দেশ কারা(Donald Trump on Migration)

‘তৃতীয় বিশ্বের দেশ’ শব্দগুচ্ছটি বর্তমান প্রেক্ষিতে অপ্রচলিত হয়ে গেছে। ঠান্ডা যুদ্ধের সময় এটি ব্যবহৃত হতো এমন দেশগুলোর জন্য, যেগুলো পুঁজিবাদী ‘প্রথম বিশ্ব’ বা সমাজবাদী ‘দ্বিতীয় বিশ্ব’-এর সঙ্গে মেলেনি। কিন্তু বর্তমানে, দারিদ্র্য ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছে এমন কিছু দেশকেই অনেকে ‘তৃতীয় বিশ্ব’ হিসেবে উল্লেখ করেন। আফগানিস্তানের পাশাপাশি এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ এই তালিকায় আসে। তবে ট্রাম্প এখনও স্পষ্ট করেননি, ঠিক কোন দেশ বা নাগরিকদের জন্য তিনি অভিবাসন বন্ধ করতে চাইছেন।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -