ডিসেম্বরের শুরুতেই বড় সুখবর! কমল LPG সিলিন্ডারের দাম, দেখে নিন নতুন রেট

মাসের শুরুতেই সকাল সকাল মিলল দারুণ সুখবর—ফের কমল রান্নার গ্যাসের দাম (LPG Price)। আন্তর্জাতিক বাজারে পণ্যের দামে চলা অস্থিরতার মাঝেও এবার বড় স্বস্তির বার্তা এসেছে সাধারণ মানুষের জন্য। কারণ, বর্তমানে অপরিশোধিত তেলের দাম তুলনামূলকভাবে কম, আর তার প্রভাব পড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG)-এর ওপর। তাই এবার ভারতের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি—আইওসি, এইচপিসিএল ও বিপিসিএল—১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে দিল ১০ টাকা।

দাম কমল LPG গ্যাসের (LPG Price)

জানা গিয়েছে, নতুন দাম আজ থেকেই—অর্থাৎ ১ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। ঠিক এক মাস আগেই, নভেম্বরে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫ টাকা কমানো হয়েছিল। নিয়ম অনুযায়ী, সরকারি মালিকানাধীন পেট্রোলিয়াম বিপণন সংস্থাগুলি—আইওসি, বিপিসিএল এবং এইচপিসিএল—প্রতি মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। ডিসেম্বর ও নভেম্বরে দাম কমলেও, মনে করিয়ে দেওয়া ভালো যে এই বছরের অক্টোবরে সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১৫.৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

জেনে নিন আপনার শহরে নতুন রেট কত?

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল (IOC) এর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০ টাকা কমানো হয়েছে। এর ফলে এখন দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫৮০.৫০ টাকা। আজকের আগে এর দাম ছিল ১৫৯০.৫০ টাকা। অপরদিকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম এখন ১,৬৮৪.০০ টাকায় নেমে এসেছে। মুম্বাইতে এখন এটি ১,৫৩১.৫০ টাকায় পাওয়া যাবে।

এছাড়াও চেন্নাইতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ১,৭৩৯.৫০ টাকা। তবে সাধারণ গৃহস্থালির জন্য ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। দিল্লিতে এই গৃহস্থালি সিলিন্ডারের দাম এখনও ৮৫৩ টাকা, এবং ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামও এই একই দাম অনুসরণ করছে।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -