শূন্যপদ ২৭৬৫! উচ্চ মাধ্যমিক পাসেই IOCL-এ অ্যাপ্রেন্টিস নিয়োগ শুরু

সরকারি চাকরি খুঁজছেন? তাহলে সত্যিই দারুণ খবর রয়েছে আপনার জন্য। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) এবার বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (IOCL Recruitment 2025)। মোট ২৭৬৫টি শূন্যপদে কর্মী নেওয়া হবে, আর সবচেয়ে ভালো দিক হল—উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনেই, আর চাকরি পেলে পাবেন আকর্ষণীয় বেতন, ভাতা ও আরও নানা সুযোগ-সুবিধা। তাই যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটি সত্যিই বড় সুযোগ। বিস্তারিত জানার জন্য পুরো প্রতিবেদনটি দেখে নিন।

আইওসিএল-এ নিয়োগের বিজ্ঞপ্তি (IOCL Recruitment 2025)

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সংস্থাটি অ্যাপ্রেন্টিস পদে বড়সড় নিয়োগ করছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ২৭৬৫টি শূন্যপদ এবার পূরণ করা হবে। অর্থাৎ, চাকরিপ্রার্থীদের জন্য তৈরি হয়েছে সত্যিই একটি বিশাল সুযোগ, বিশেষ করে যারা সরকারি সংস্থায় স্থায়ী ভিত্তি তৈরি করতে চান।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে BA, BCom, BSc, ডিপ্লোমা, ITI বা দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। তবে কোন ট্রেডে আবেদন করছেন, তার উপর নির্ভর করেই শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হবে। তাই আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া ট্রেডভিত্তিক যোগ্যতার তালিকাটি দেখে নেওয়া জরুরি।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ থেকে ২৪ বছর বয়স চাওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

যোগ্য চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে আইওসিএল-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর “Apprentice Recruitment 2025” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
  • এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
  • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিন।

IOCL Official Notification- Download Now

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -