হলদিয়ার তেল শোধনাগারে বড় নিয়োগ: ২০০-র বেশি স্নাতকের জন্য অ্যাপ্রেন্টিসশিপ সুযোগ

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের হলদিয়া রিফাইনারিতে শিক্ষানবিশ (Apprenticeship Recruitment) নেওয়া হচ্ছে। যেখানে মোট ২১৬টি শূন্যপদে প্রশিক্ষণের সুযোগ মিলবে। গণিত, বাণিজ্য, পদার্থবিদ্যা, রসায়ন বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে স্নাতকরা এই অ্যাপ্রেন্টিসশিপে আবেদন করতে পারবেন। পাশাপাশি কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং–এর ডিপ্লোমাধারীরাও সংশ্লিষ্ট বিভাগে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

হলদিয়ার তেল শোধনাগারে বড় নিয়োগ (Apprenticeship Recruitment)

পাশাপাশি দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরাও এই অ্যাপ্রেন্টিসশিপে আবেদন করতে পারবেন, যেখানে তাঁদের ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডে এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। তবে বয়স অবশ্যই ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে, আর যারা আগে অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা আর আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের ভাতা পাবেন এবং তাঁদের যোগ্যতা স্নাতক বা ডিপ্লোমায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই যাচাই করা হবে।

আবেদনকারীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য পোর্টাল ১৮ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের নাম ২৭ ডিসেম্বর প্রকাশ করা হবে। কী ভাবে আবেদন করতে হবে, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -