ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR) অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউ ভিত্তিক ইয়ং প্রফেশনাল নিয়োগ সুযোগ প্রকাশিত হয়েছে(ICAR ATARI Recruitment)। সংশ্লিষ্ট সংস্থা প্রার্থীদের যোগ্যতা যাচাই ও নির্বাচন ইন্টারভিউয়ের মাধ্যমে করবে। আবেদনকারীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা, শর্তাবলি ও সময়সীমা অনুসারে আবেদন করতে পারবেন।
কলকাতায় রাষ্ট্রায়ত্ত সংস্থায় গবেষক পদে চাকরি (ICAR ATARI Recruitment)
বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার Agricultural Technology Application Research Institute (ATARI)-তে এক বছরের চুক্তিভিত্তিক ইয়ং প্রফেশনাল পদে নিয়োগ করা হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোট শূন্যপদ: ১টি।
উল্লিখিত ইয়ং প্রফেশনাল পদে উদ্যানবিদ্যা, অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স, প্লান্ট প্রোটেকশন বা সমতুল বিষয় স্নাতকোত্তর প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীর ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত অ্যাপ্লিকেশন ও ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্মে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী, ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তিতে কাজ চলবে।
আগ্রহী প্রার্থীদের একটি ফর্ম পূরণ করতে হবে এবং সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর, কলকাতার Agricultural Technology Application Research Institute (ATARI)-তে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
