দক্ষিণবঙ্গের ৬ জেলায় জোরদার শীত, আজকের আবহাওয়া দেখে নিন

জাঁকিয়ে শীত কবে নামবে—এই প্রশ্নই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। মেঘলা আকাশ, মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টি আর কম ঠান্ডায় বিরক্ত অনেকেই। তার ওপর ঘূর্ণিঝড়, নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত যেন শীতের দুয়ারেই তালা লাগিয়ে রেখেছিল। তবে হাওয়া অফিসের শেষ খবর বলছে, আর দেরি নেই। আজ বুধবার থেকেই আবহাওয়ার বদল শুরু হবে বাংলায়। কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জায়গায় হু হু করে নামতে শুরু করবে পারদ। আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে!

দক্ষিণবঙ্গের আবহাওয়া (আজকের আবহাওয়া)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা আগে বললে, পুরুলিয়া থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া এবং ঝাড়গ্রাম—সব জেলাতেই এখন ভালই ঠান্ডা ভাব টের পাওয়া যাচ্ছে। আগামী দিনে এই শীত আরও একটু জাঁকিয়ে বসবে। তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আইএমডি কলকাতা স্পষ্ট জানিয়েছে, আগামী চার দিনে রাজ্যজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৪ ডিগ্রি কমতে পারে।

এ ছাড়া আগামী এক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি কমে যেতে পারে। বিশেষ করে কলকাতায় পারদ নেমে ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে, আর হাওড়ায় তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে পুরো সপ্তাহ জুড়ে। অর্থাৎ, এ বার সত্যিই শীত তার আসল রূপে ফিরতে চলেছে!

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকেও নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারের মতো পাহাড়-তরাই মিলিয়ে থাকা জেলাগুলোতে আজ থেকেই বেশ ভালো ঠান্ডা অনুভব করা যাবে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী চার দিনের মধ্যেই উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি রাজ্যের প্রায় সব জেলাতেই সকালে এক-দুটি জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই কুয়াশার কারণে সকালবেলার দৃশ্যমানতা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম থাকবে—তাই রাস্তায় বেরোলে একটু সাবধানে থাকা ভাল।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -