উচ্চ শিক্ষার পথে আর্থিক বাধা যাতে না আসে, সেই লক্ষ্যেই কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি বেশ কয়েকটি প্রাইভেট সংস্থাও স্কলারশিপ দিয়ে থাকে। সেই তালিকায় অন্যতম হল কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ (Colgate Keep India Smiling Scholarship)। এই স্কলারশিপের আওতায় ছাত্র-ছাত্রীরা এককালীন ৭৫,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পেতে পারেন। ইতিমধ্যে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ৫ ডিসেম্বরই আবেদন করার শেষ দিন। কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে এবং আবেদন করার পুরো প্রক্রিয়া জানতে চাইলে পুরো প্রতিবেদনটি অবশ্যই পড়ে নিন।
কী এই কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ? (Colgate Colgate Keep India Smiling Scholarship)
বলে রাখা ভাল, কোলগেট পামোলিভ লিমিটেডের উদ্যোগেই এই ‘কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ’ দেওয়া হয়, যার উদ্দেশ্য যোগ্য ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিকভাবে পাশে থাকা যাতে তারা স্বপ্নের উচ্চশিক্ষার পথে আরও একধাপ এগোতে পারেন। বিশেষ করে যারা ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (BDS) বা মাস্টার অফ ডেন্টাল সার্জারি (MDS) কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্যই এই স্কলারশিপটি তৈরি করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা এককালীন ৭৫,০০০ টাকা স্টাইপেন্ড পান, যা পড়াশোনার খরচ সামলাতে বড় সাহায্য করে।
আবেদন করার জন্য কী যোগ্যতা লাগবে?
এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীদের যে যোগ্যতাগুলি পূরণ করতে হবে সেগুলি হল—
- ডেন্টাল সার্জারিতে ব্যাচেলর কোর্সের যে কোনও বর্ষে ভর্তি হতে হবে।
- আবেদনকারীকে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৬৫% নম্বর পেতে হবে।
- আবেদনের জন্য দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শেষ সেমিস্টারের কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- আবেদনকারীকে যে কোনও স্বীকৃত সরকারি বা বেসরকারি কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি হতে হবে।
- শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এখানে আবেদন করতে পারবে।
কীভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে Buddy4Study–এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হয়। খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই আবেদন করা যাবে। প্রথমে Buddy4Study–এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং “Colgate Keep India Smiling Scholarship 2025-26” সার্চ করে বের করুন। তারপর “Apply Now” বাটনে ক্লিক করুন। আপনি যদি প্রথমবারের আবেদনকারী হন, তাহলে আগে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিন, এরপর নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে আবেদনপত্রে নিজের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন। সবশেষে একবার ভালো করে দেখে নিন, তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
কী কী ডকুমেন্ট লাগবে
এই স্কলারশিপে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয়, যা আবেদনকারীর যোগ্যতা ও তথ্য যাচাই করতে ব্যবহৃত হয়। সাধারণত যে কাগজপত্রগুলো চাই করা হয়, সেগুলো হল—
- পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র
- পরবর্তী ক্লাসে ভর্তির প্রমাণপত্র বা অ্যাডমিশন লেটার
- চলতি শিক্ষাবর্ষের ফি-এর রশিদ
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস
- আগের পরীক্ষার মার্কশিট
- প্রতিবন্ধী হলে সংশ্লিষ্ট ডিসএবিলিটি সার্টিফিকেট
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
