আইআইটি খড়্গপুরে গবেষণার কাজে কর্মী প্রয়োজন—কীভাবে আবেদন করবেন?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT Kharagpur Recruitment) খড়্গপুরে আবারও গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ এসেছে। এই বিষয়ে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমেই আবেদনপত্র জমা দিতে পারবেন। গবেষণার ক্ষেত্র ও যোগ্যতার বিস্তারিত জানতে হলে পুরো বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া জরুরি।

আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি বিশেষ গবেষণা প্রকল্পে কাজের সুযোগ এসেছে। এখানে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ মাত্র একটি। এই প্রকল্পে অর্থ সহায়তা করছে গেটস ফাউন্ডেশন, আর নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৫৭,০০০ টাকা করে সাম্মানিক পাবেন। আবেদন করতে হলে স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বা ন্যানোম্যাটেরিয়ালস বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। সঙ্গে, প্রার্থীর বয়স অবশ্যই ৪০ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য যোগ্যতা ও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া উচিত।

কী ভাবে আবেদন করবেন? (IIT Kharagpur Recruitment)

আইআইটি খড়্গপুরে এই পদে আবেদন করতে হলে প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে Jobs বিভাগে প্রবেশ করতে হবে। এরপর Temporary Position সেকশনে ক্লিক করলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকেই সরাসরি অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যায়। মনে রাখবেন, ১৬ ডিসেম্বর হল আবেদন করার শেষ দিন। যোগ্যতা, শর্তাবলি, প্রকল্পের বিবরণসহ সমস্ত তথ্য জানতে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইট ভালো করে দেখে নেওয়া উপযুক্ত।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -