মাধ্যমিক পাসেই চাকরি! SSC-তে ২৫,৪৮৭ GD কনস্টেবল নিয়োগ শুরু

চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ খবর! স্টাফ সিলেকশন কমিশন (SSC) আবারও জিডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (SSC GD Constable Recruitment)। একধাক্কায় ২৫,৪৮৭টি শূন্যপদে নিয়োগ হবে। আর সবচেয়ে বড় কথা—মাত্র মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। সঙ্গে থাকবে আকর্ষণীয় বেতন ও সরকারি চাকরির সমস্ত সুবিধা। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই দেরি না করে বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ে নিন।

এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ ২০২৫ (SSC GD Constable Recruitment)

স্টাফ সিলেকশন কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে এবার বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে বিশাল পদক্ষেপে কর্মী নেওয়া হচ্ছে। এই নিয়োগের আওতায় BSF, CISF, CRPF, SSB, ITBP, Assam Rifles এবং Secretariat Security Force—সব মিলিয়ে একাধিক বাহিনীতে জিডি কনস্টেবল পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ২৫,৪৮৭টি, যার মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য বরাদ্দ ২৩,৪৬৭টি এবং মহিলা প্রার্থীদের জন্য রয়েছে ২,০২০টি শূন্যপদ। এত বড় আকারের ভ্যাকান্সি তাই চাকরিপ্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত সুযোগ।

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই দশম শ্রেণী পাস করতে হবে। তারাই একমাত্র আবেদন করতে পারবে। আর কোনও রকম অতিরিক্ত যোগ্যতা চাওয়া হয়নি।

আবেদন কীভাবে করবেন?

চাকরিপ্রার্থীদের এই নিয়োগে পুরোপুরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর প্রক্রিয়াটিও খুবই সহজ। প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে নিন। নতুন হলে আগে একবার রেজিস্ট্রেশন করে নিন, এরপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করার পর, এসসি/এসটি বাদে অন্যান্য প্রার্থীদের ১০০ টাকার আবেদন ফি জমা দিতে হবে। মনে রাখবেন—আবেদন শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত, আর ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ জানুয়ারি ২০২৬।

SSC GD Constable Official Notification- Download Now

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -