ডেপুটি জেনারেল ম্যানেজার চাই WEBEL-এ! কোন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে?

রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় ফের চাকরির দরজা খুলল। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WEBEL) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (WEBEL Recruitment)।

রাজ্য সরকারের অধীনস্থ WEBEL-এ ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য দারুণ সুযোগ এসেছে। চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও প্রথম পর্যায়ে চাকরির মেয়াদ থাকবে তিন বছর, প্রয়োজন হলে পরে তা বাড়ানোও হতে পারে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এই পদের বার্ষিক বেতন হতে পারে প্রায় ৩০ লক্ষ টাকা—যা চাকরিপ্রার্থীদের কাছে নিঃসন্দেহে বড় সুবিধা।

এই পদের জন্য আবেদন করতে হলে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকের পাশাপাশি চার্টাড অ্যাকাউন্ট্যান্ট (CA) ডিগ্রি থাকতে হবে। তবে পিএইচডি থাকলে প্রার্থীরা বাড়তি অগ্রাধিকার পাবেন। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২৬ থেকে ২৮ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়সসীমাও ঠিক করা আছে—প্রার্থীকে অবশ্যই ৪৮ থেকে ৫২ বছর বয়সের মধ্যে হতে হবে।

আবেদন করবেন কী ভাবে? (WEBEL Recruitment)

প্রার্থীকে প্রথমে ওয়েবেলের ওয়েবসাইটে (https://www.wtl.co.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৪ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -