রহান, কল্কাতাঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে শুরু হতে চলেছে এলন মাস্কের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক। স্টারলিঙ্ক কোম্পানি ভারতের জন্য তাদের নিজস্ব ডেডিকেটেড ওয়েবসাইট চালু করেছে এবং সেখানেই ঘোষণা করা হয়েছে স্টারলিঙ্কের ইন্টারনেট প্ল্যানের দাম (Starlink Plan Cost)। এখন স্বাভাবিকভাবেই সবার মনে একটাই প্রশ্ন—এই হাই-স্পিড স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে প্রতি মাসে কত টাকা খরচ হবে? সেই উত্তর জানতে অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়ে নিন।
স্টারলিঙ্ক ইন্টারনেট প্ল্যানের মাসিক চার্জ (Starlink Plan Cost)
স্টারলিঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তাদের হাই-স্পিড ইন্টারনেট প্ল্যানের দাম রাখা হয়েছে প্রতি মাসে ৮,৬০০ টাকা। এটি এক মাসের প্ল্যান হলেও, কোম্পানি ব্যবহারকারীদের জন্য প্রথম মাস পুরোপুরি বিনামূল্যে পরিষেবা দিচ্ছে। অর্থাৎ, আপনি যদি পরিষেবা ব্যবহার করে সন্তুষ্ট না হন, তাহলে কোম্পানি নিঃশর্তে সম্পূর্ণ টাকা ফেরত দেবে। আর এই সুবিধা সেই সমস্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেবে, যেখানে মোবাইল টাওয়ার বা ব্রডব্যান্ড কানেকশন পাওয়া যায় না।
ওয়েবসাইটে তথ্য অনুযায়ী, স্টারলিঙ্কের ৮৬০০ টাকার সাবস্ক্রিপশন প্ল্যানে আনলিমিটেড ডেটা দেওয়া হবে। নতুন ব্যবহারকারীরা শুরুতে ৩০ দিনের ফ্রি ট্রায়ালও পাবেন। কোম্পানি জানিয়েছে, তাদের সিস্টেম এমনভাবে তৈরি যে এটি সব ধরনের আবহাওয়ায় স্থিরভাবে কাজ করতে পারে, আর আপটাইমও থাকে ৯৯.৯০%-এর বেশি। অর্থাৎ বৃষ্টি, ঝড় বা খারাপ আবহাওয়া—যাই হোক না কেন, স্টারলিঙ্কের নেটওয়ার্ক চালু থাকবে।
স্টারলিঙ্ক কিটের মোট খরচ কত?
ভারতে স্টারলিঙ্ক পরিষেবা চালুর প্রস্তুতি পুরোদমে চলছে, আর সেই কারণেই কোম্পানি ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com/in চালু করেছে। সেখানে প্ল্যানের দাম থেকে শুরু করে পরিষেবার সমস্ত তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবে এই স্যাটেলাইট-ভিত্তিক পরিষেবা ব্যবহার করতে হলে গ্রাহকদের আগে একবারের জন্য একটি বিশেষ কিট কিনতে হবে। এই কিটের দাম রাখা হয়েছে ৩৪,০০০ টাকা, যা এককালীন পেমেন্টের মাধ্যমে দিতে হবে। এই কিট না থাকলে স্টারলিঙ্ক সংযোগ ব্যবহার করা যাবে না। উল্লেখ্য, ভারতে পরিষেবা চালুর জন্য স্টারলিঙ্ক ইতিমধ্যেই সরকারি অনুমোদন পেয়েছে। এখন শুধুই আনুষ্ঠানিক লঞ্চের অপেক্ষা।
