ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উপকূল, সুনামি হুঁশিয়ারি

রহান, কলকাতা: জাপানের উপকূলের কাছে সোমবার (০৭ ডিসেম্বর) শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার প্রাথমিক মাত্রা রিখটার স্কেলে ৭.২ হিসেবে অনুমান করা হয়েছে (Tsunami off the coast of Japan)। ভূমিকম্পের পরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে এবং উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এখনও তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে স্থানীয়রা সতর্ক রয়েছে এবং উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

Tsunami off the coast of Japan

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি আওমোরি ও হোক্কাইডো উপকূলের কাছে গভীর সমুদ্রে। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পূর্ব জাপানের উপকূলে তিন মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের কাছে শনিবার (৬ ডিসেম্বর) রাতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনে, যা মাত্র ১০ কিলোমিটার গভীরে ঘটেছিল, জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের পাহাড়ি প্রত্যন্ত এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি আলাস্কা শহর জুনো থেকে ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে হয়েছিল।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -