বিশ্বের প্রথম শত সেঞ্চুরির মালিক সচিন—কোহলিও কি ছুঁতে পারবেন মাইলফলক?

জানারুল, কলকাতা: সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি (Virat Kohli) আবার নিজের রুদ্রমূর্তি দেখিয়েছেন। একটানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর শেষ ম্যাচে তিনি ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ব্যাটিং দেখে প্রতিপক্ষের বোলাররা একেবারে বুঝে গেছে কেন কোহলি মহাতারকা। ম্যাচের মাঠ প্রস্তুতির পাশাপাশি মানসিক প্রস্তুতিতেও সতীর্থ রোহিত শর্মা পুরোপুরি প্রস্তুত ছিলেন। যদিও সিরিজ শেষ, কোহলির সামনে এখনো সুযোগ রয়েছে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে সচিন তেন্ডুলকারের ক্লাবে প্রবেশের। এজন্য তার আরও ১৬টি সেঞ্চুরি হাঁকাতে হবে।

বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে ওঠার সুযোগ রয়েছে কোহলির হাতে (Virat Kohli)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ানডে সিরিজে বিরাট কোহলি একেবারে দাপিয়ে খেলেছেন। প্রথম ম্যাচে তার ব্যাট থেকে আসে প্রথম সেঞ্চুরি, এরপর দ্বিতীয় ম্যাচে ১০২ রান করে মাঠ ছাড়েন। শেষ ম্যাচে ৬৫ রানের অপরাজিত ইনিংসের পর সবমিলিয়ে শেষ চার ইনিংসে কোহলি করেছেন ৩৭৬ রান। বিশেষ নজরকাড়া বিষয়, দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরির পর তার আন্তর্জাতিক কেরিয়ারে সেঞ্চুরির সংখ্যা বেড়ে ৮৪-এ পৌঁছেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো এখনও সচিন তেন্ডুলকরের দখলে, তবে এবার তার পাশে বসার সুযোগ রয়েছে বিরাটেরও।

হিসেব বলছে, কোহলি যদি আগামী দিনগুলিতে ওয়ানডে ক্রিকেটে থেকে আর মাত্র 16টি সেঞ্চুরি করতে পারেন তবে বিশ্বের সবচেয়ে বেশি সেঞ্চুরি হাকানো ক্রিকেটারের হিসেবে সচিনের পাশেই বসবে তাঁর নাম। তবে এই রেকর্ড গড়তে গেলে 2027 ওয়ানডে বিশ্বকাপেও খেলতে হবে কোহলিকে। সেক্ষেত্রে জেনে নেওয়া প্রয়োজন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আর কতগুলি একদিনের ম্যাচে অংশ নেবে ভারত।

2027 বিশ্বকাপের আগে এতগুলি ওয়ানডে খেলবে ভারত

আসন্ন একদিনের বিশ্বকাপ এখনো বেশ দূরে, কারণ ২০২৭ সালের টুর্নামেন্টের আগে ভারত অন্তত ১৮টি ওয়ানডে ম্যাচ খেলবে। আপাতত যা জানা গেছে, এই সময়ের মধ্যে রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রায় প্রতিটি ম্যাচেই খেলবেন। সেই হিসেবে ১৮ ম্যাচে কোহলির পক্ষে ১৬টি সেঞ্চুরি করা যে খুব কঠিন কাজ, তা অনেকে বলেই মনে করছেন। তবে যদি কোহলি ২০২৭ বিশ্বকাপেও খেলেন এবং ভারতীয় দল ধরে নিলে প্রায় ১০টি ম্যাচ খেলে, তাহলে বিশ্বকাপ মিলিয়ে তার পক্ষে ১০০ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছনোর সম্ভাবনা থেকেই যায়। তবে বিপরীতে যদি বিশ্বকাপের আগেই তিনি অবসর নেন, তাহলে সচিন তেন্ডুলকরের রেকর্ডের কাছাকাছি পৌঁছনোর সেই স্বপ্ন অপূর্ণই থেকে যাবে।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -