জানারুল, কলকাতা: দিন যত এগোচ্ছে, রাজ্যের তাপমাত্রাও ততটাই নিচের দিকে নামছে (Weather Update)। নভেম্বরে যে হালকা শীতের আমেজ ছিল, ডিসেম্বরে তা যেন আরও বেশিই টের পাওয়া যাচ্ছে। তার ওপর আবার কুয়াশা বাড়ছে পাল্লা দিয়ে, ফলে সকালে রাস্তা-ঘাটে দৃশ্যমানতাও কমে যাচ্ছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যজুড়ে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। তবে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়ায় আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও একটু নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিসেম্বরে সাধারণত রাজ্যে ঠান্ডা একটু দেরিতেই নামতে দেখা যায়, কিন্তু এবার মাসের শুরুতেই শীত তার দাপট দেখাতে শুরু করেছে, যা শীতপ্রেমীদের বেশ খুশি করেছে। আবহাওয়াবিদদের মতে, রাজ্যজুড়ে যে শীতের আমেজ এখন চলছে, তা আগামী এক থেকে দেড় সপ্তাহ মোটামুটি একইরকমই বজায় থাকতে পারে। কলকাতা ও আশপাশের এলাকাগুলিতেও এই সময় শীত বেশ টের পাওয়া যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আপাতত রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা ওঠানামা করবে না এবং আকাশও পরিষ্কারই থাকবে। এখন দেখে নেওয়া যাক, আগামীকালের আবহাওয়া কেমন হতে পারে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া (Weather Update)
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক এবং শীতল আবহাওয়া বিরাজ করবে। যেহেতু এইমুহুর্তে বঙ্গোপসাগরের কোথাও কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই। তাই বাড়বে পশ্চিমী শীতল হাওয়ার দাপট। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি কমবে। বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই আট জেলায় শীতের প্রভাব বাড়বে আগামী কয়েকদিনে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং পশ্চিমী জেলাগুলোতেও কম-বেশি কুয়াশার প্রভাব থাকবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন শীতল ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকবে এবং এর বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনাও নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা—এই সব জেলাজুড়েই ভরপুর শীতের আমেজ টের পাওয়া যাবে। পাশাপাশি সকালের দিকে কুয়াশার দাপটও অব্যাহত থাকবে, ফলে শীতের অনুভূতি আরও বাড়বে।
