৬৪ কোটি ৩০ লাখ টাকা হাতে নিয়ে গত মঙ্গলবার আইপিএল নিলামে কার্যত নিজেদের পছন্দমতো দল গড়ে তুলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR IPL Auction)। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন থেকে শুরু করে শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানদের দলে এনে শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। কিন্তু এত বড় ও ভারসাম্যপূর্ণ দল গড়ার পরও নাইট শিবিরে নাকি এক ভারতীয় ক্রিকেটারকে নিয়ে চরম মতবিরোধ তৈরি হয়েছে। নাইট রাইডার্সের অন্দরমহলের সূত্রের দাবি, ভারতীয় ক্রিকেটার প্রশান্ত সোলঙ্কিকে কেনার সিদ্ধান্ত ঘিরেই নাকি দলে অশান্তির সুর শোনা যাচ্ছে।
নিলামের পরই কেন অশান্তির ইঙ্গিত কলকাতা শিবিরে? (KKR IPL Auction)
মিনি নিলামের একেবারে শেষ পর্যায়ে এসে কলকাতা নাইট রাইডার্স কয়েকজন তুলনামূলকভাবে অনামি ভারতীয় ক্রিকেটারকে দলে নেয়, যা নিয়েই শুরু হয়েছে প্রশ্ন আর মতবিরোধ। নিলামের টেবিলে বসে প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন, কার্তিক ত্যাগী এবং দক্ষ কামরার জন্য হাত তুলেছিলেন কেকেআরের ম্যানেজার বেঙ্কি মাইসোর থেকে শুরু করে অভিষেক নায়াররা। কিন্তু নাইটদের টিম ম্যানেজমেন্টের একাংশ এখন জানতে চাইছে, ঠিক কোন ক্রিকেটীয় যুক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশান্তদের মতো খেলোয়াড়দের কেনা হলো, যখন নিলামে আরও ভালো পারফরম্যান্সের ঘরোয়া ক্রিকেটারদের নামও ছিল।
খোঁজ নিয়ে জানা যাচ্ছে, তনুশ কোটিয়ান, স্যামস মুলানি, যশ রাজ পুঞ্জা এবং সাইরাজ পাতিলের মতো ঘরোয়া ক্রিকেটে পরিচিত নামগুলিকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছিল ম্যানেজমেন্টের একাংশ। কিন্তু শেষ পর্যন্ত সেই সব পরামর্শ উপেক্ষা করেই মাইসোরের টিম অন্য অনামি খেলোয়াড়দের বেছে নেয়। বিশেষ করে প্রশান্ত সোলাঙ্কিকে দলে নেওয়া নিয়েই সবচেয়ে বেশি অস্বস্তি তৈরি হয়েছে নাইট শিবিরে, কারণ মুম্বইয়ে ক্রিকেট কেরিয়ার শুরু করলেও পরে তাঁকে মহারাষ্ট্রে গিয়ে নিজের জায়গা তৈরি করতে হয়েছিল—এই প্রেক্ষিতেই তাঁর নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে।
তাছাড়া গত দু’বছর মহারাষ্ট্রের হয়ে খেলেও খুব একটা আহামরি পারফরম্যান্স দেখাতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের এই নতুন সঙ্গী। সাম্প্রতিক সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তাঁর পারফরম্যান্স তেমন চোখে পড়ার মতো ছিল না। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি দু’টি এবং মধ্যপ্রদেশের বিরুদ্ধে একটি উইকেট পেলেও, এতটুকু সাফল্যের ভিত্তিতেই কেন এই লেগ স্পিনারকে দলে নেওয়া হল— সেই প্রশ্নের স্পষ্ট উত্তর খুঁজে পাচ্ছে না টিম ম্যানেজমেন্টের একাংশ। অনেকেরই মত, এর বদলে তনুশ কোটিয়ান বা স্যামস মুলানির মতো ধারাবাহিক ঘরোয়া পারফরমারদের নিলে আখেরে দলই বেশি লাভবান হত। সব মিলিয়ে, ভারতীয় অনামি প্রশান্তকে দলে নেওয়া নিয়ে এই মুহূর্তে নাইট শিবিরে অস্বস্তি ও একপ্রকার অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে।
