RBI Recruitment 2025: কলকাতা শাখায় চিকিৎসক নিয়োগ ও পারিশ্রমিক

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (RBI) নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (RBI Recruitment)। কলকাতায় কর্মস্থল হবে এবং মেডিক্যাল কনসালট্যান্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে নিয়োগের সময়কাল তিন বছর, তবে প্রয়োজনে পরে মেয়াদ বাড়ানো হতে পারে। এই পদে নিযুক্তদের ঘণ্টায় ১,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এছাড়াও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর থাকলে আবেদন করা যাবে। প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা ও বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তি দেখা উচিত।

কী ভাবে আবেদন করবেন? (RBI Recruitment)

প্রথমে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে প্রবেশ করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ ডিসেম্বর। এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে অবশ্যই রিজ়ার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটটি খতিয়ে দেখা উচিত।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -