ফাইনালে ব্যর্থ টিম ইন্ডিয়া, বৈভব সূর্যবংশীদের হারিয়ে শিরোপা জিতল পাকিস্তান

জানারুল , কলকাতা: বড়রা যেখানে পাকিস্তানকে হারাতে পেরেছে, সেখানে এশিয়া কাপে India vs Pakistan ম্যাচে ভারতের ছোটরা সেই কাজটা করে দেখাতে পারল না। শুরুতে পাকিস্তান কিছুটা চাপে পড়লেও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে তারা ভারতের সামনে বিশাল লক্ষ্য তুলে দেয়। মনে হয়েছিল, সেই রান তাড়া করে হয়তো এশিয়া কাপ জিতে নেবে টিম ইন্ডিয়ার খুদে ক্রিকেটাররা। কিন্তু ম্যাচ যত এগিয়েছে, ততই সেই আশা ভেঙে হতাশা নেমে আসে। পাকিস্তানের ভয়ংকর বোলিং আক্রমণের সামনে দাঁড়িয়ে লড়াই করতে পারলেন না আয়ুষ মাত্রেরারাও। শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই টুর্নামেন্টে পাকিস্তানের কাছে হেরে কার্যত মুখ থুবড়ে পড়ল ভারতের জুনিয়র দল।

ভারতকে লাল চোখ দেখিয়েই ফাইনাল পকেটে পুরল পাকিস্তান (India vs Pakistan)

রবিবার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত, ফলে ব্যাট করতে নামতে হয় পাকিস্তানকে। শুরুটা যদিও একেবারেই ভালো হয়নি পাক ব্যাটারদের, তাই সেখান থেকেই ধীরে চলো নীতিতে ইনিংস গড়তে থাকে তারা। দলের সেই কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে দায়িত্ব নিয়ে রান করে যান সমীর মিনহাস। এই তরুণ পাকিস্তানি ব্যাটারের দাপটেই ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় পাক বাহিনী, আর চাপে পড়ে যায় ভারতের বোলিং বিভাগ।

না বললেই নয়, এদিন ভারতীয় বোলারদের একেবারে বোকা বানিয়ে চার-ছয়ের বন্যা বইয়ে দেন সমীর। পাকিস্তানের সামনে ভারতের বোলারদের তখন বেশ অসহায়ই দেখাচ্ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে মাত্র ১১৩ বলে দুরন্ত ১৭২ রান তুলে নেন তিনি, যেখানে ছিল ১৭টি চার আর ৯টি ছয়। শেষ পর্যন্ত আউট হলেও যাওয়ার আগে দলের জন্য আসল কাজটা সেরে যান সমীর, আর তাঁর সেই বিধ্বংসী ইনিংসের জোরেই পাকিস্তান ভারতের সামনে ৩৪৮ রানের বিশাল লক্ষ্য তুলে দেয়।

বলা বাহুল্য, সমীরের পাশাপাশি এদিন আহমেদ হোসেন ৫৬ ও উসমান খান ৩৫ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এরপর পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের অবস্থা দ্রুতই লেজেগোবরে হয়ে যায়। ওপেন করতে নেমে আবারও ব্যর্থ হন বৈভব সূর্যবংশী, যদিও বিহারের এই তরুণ ১০ বলে ২৬ রান করে শুরুতে কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু পাকিস্তানের ভয়ংকর বোলিং আক্রমণের সামনে যাঁরাই মাথা তুলে দাঁড়াতে চেয়েছেন, তাঁদেরই উইকেট দিয়ে ফিরতে হয়েছে। এক সময় ২৩ ওভার ১ বলে ভারতের রান ১২০ হলেও তখনই ৮ উইকেট পড়ে যাওয়ায় কার্যত সেখানেই ম্যাচ হাতছাড়া হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের অনেক আগেই বাকি দুই উইকেট তুলে নিয়ে ফাইনাল থেকে ভারতকে বিদায় জানায় পাকবাহিনী, আর শেষ মুহূর্তে লড়াই করেও দীপেশ দেবেন্দ্রন দলকে জয়ের মুখ দেখাতে পারেননি।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -