বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন, আবেদন করবেন কীভাবে?

পিংকী, কলকাতা: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষকদের জন্য বড় সুযোগ এসেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে নির্বাচিত প্রার্থীরা নিয়মিত ফেলোশিপের সুবিধাও পাবেন (BHU Recruitment )। এই পদের জন্য অনলাইনের মাধ্যমেই আবেদন জমা দিতে হবে, ফলে দেশের যে কোনও প্রান্ত থেকে আগ্রহীরা সহজেই আবেদন করতে পারবেন। গবেষণার সঙ্গে যুক্ত হতে ইচ্ছুকদের কাছে এটি নিঃসন্দেহে একটি ভালো সুযোগ।

এই নিয়োগটি ইনস্টিটিউট অফ সায়েন্সের কেমিস্ট্রি বিভাগে করা হবে এবং ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন অর্থায়িত একটি গবেষণা প্রকল্পের আওতায় কাজ করতে হবে। প্রাথমিকভাবে চার বছরের জন্য কাজের মেয়াদ থাকলেও প্রয়োজনে তা বাড়তে পারে। নির্বাচিত রিসার্চ অ্যাসোসিয়েটরা মাসে ৫৮ হাজার টাকা করে ফেলোশিপ পাবেন। আবেদন করতে হলে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অরগানিক কেমিস্ট্রি বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। অন্যান্য যোগ্যতা ও শর্ত জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কী ভাবে আবেদন করবেন? (BHU Recruitment)

আবেদন করতে হলে প্রথমেই প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করে দেওয়া নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আগামী ১২ জানুয়ারি ২০২৬-এর মধ্যে আবেদনপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এই নিয়োগ সংক্রান্ত সব শর্ত, যোগ্যতা ও বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -