পিংকী, কলকাতা: কলকাতা মেট্রোয় চাকরির সুযোগ এসেছে (Metro Recruitment)। সম্প্রতি কলকাতা মেট্রো রেলওয়ে, কলকাতা-র অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। যাঁরা স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রাখেন এবং মেট্রোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চান, তাঁদের জন্য এটি একটি ভালো সুযোগ।
অবশ্যই পড়ুন: বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ইঞ্জিনিয়ার নিয়োগ
এখানে হোমিয়োপ্যাথি কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিকভাবে। প্রথমে কাজের মেয়াদ এক বছরের হলেও প্রয়োজনে তা বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৩৭,৫০০ টাকা করে বেতন পাবেন। আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীর বয়স ৭০ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য যোগ্যতা ও শর্ত জানতে আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Metro Recruitment আবেদন করবেন কী ভাবে?
আবেদন করতে হলে আগ্রহীদের কলকাতা মেট্রো রেল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে (https://mtp.indianrailways.gov.in/) যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করে দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। মেট্রো রেলওয়ের তরফে জানানো হয়েছে, আগামী ২৯ ডিসেম্বরের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত শর্ত, যোগ্যতা ও বিস্তারিত তথ্য জানতে প্রার্থীরা মেট্রো রেলওয়ের ওয়েবসাইটটি ভালো করে দেখে নিতে পারেন।
