আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

নোটিশ পেয়েছেন? চিন্তা নেই—মোবাইল থেকেই SIR নথি জমা দিন

SIR Hearing Rule Change

পড়াশোনা, চাকরি, চিকিৎসা কিংবা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের কারণে যেসব ভোটার বাড়ির বাইরে বা বিদেশে রয়েছেন, তাঁদের জন্য বড় স্বস্তির খবর (SIR Hearing Rule Change)। নির্বাচন কমিশন নতুন নিয়ম চালু করেছে, যার ফলে আর SIR শুনানিতে সশরীরে হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থাকছে না। এমনকি যাঁরা ইতিমধ্যেই SIR শুনানির নোটিশ পেয়েছেন, তাঁদেরও আর শুনানি কেন্দ্রে যেতে হবে না। এবার ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে প্রয়োজনীয় নথি জমা দেওয়া যাবে। এই সিদ্ধান্তে বিশেষ করে বাইরে থাকা ভোটারদের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

যদিও এর আগে নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, SIR শুনানির ক্ষেত্রে পরিবারের কোনও এক সদস্য উপস্থিত থাকলেই শুনানি সম্পন্ন হয়ে যাবে।  তবে নতুন নির্দেশিকায় সেই নিয়মেও ছাড় দেওয়া হয়েছে।

কিভাবে বাড়িতে বসে SIR জমা দিবেন দেখে নিন(SIR Hearing Rule Change)

SIR শুনানির নথি অনলাইনে জমা দিতে হলে প্রথমে মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে নির্বাচন কমিশনের voters.eci.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোম পেজে থাকা Sign Up অপশনে ক্লিক করে মোবাইল নম্বর, জিমেইল আইডি ও ক্যাপচা কোড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, এরপর OTP ভেরিফাই করে লগইন করতে হবে। লগইন করার পর ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে থাকা Submit Document Against Notice issued অপশনে ক্লিক করে সংশ্লিষ্ট ভোটারের EPIC নম্বর দিয়ে OTP যাচাই করতে হবে। ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে আসা OTP বসালে জারি হওয়া SIR নোটিশ দেখা যাবে। এরপর চাওয়া অনুযায়ী নথি আপলোড করে আধার ভেরিফিকেশন সম্পন্ন করে সাবমিট করলেই প্রক্রিয়া শেষ হবে। তবে নির্বাচন কমিশনের নির্ধারিত ১৩টি নথির বাইরে অন্য কোনও ডকুমেন্ট আপলোড করা যাবে না এবং এই সুবিধা শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য, যাদের ভোটার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত রয়েছে।

১৩টি নথিকে বৈধ হিসেবে ধরা হবে বলে বিজ্ঞপ্তিও জারি করেছিল।  সেগুলি হল

১) কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র ও পেনশন পেমেন্ট অর্ডার
২) ১ জুলাই, ১৯৮৭-র আগের নথি
৩) জন্ম শংসাপত্র
৪) পাসপোর্ট
৫) শিক্ষাগত শংসাপত্র
৬) ডোমিসাইল শংসাপত্র
৭) বনাধিকার শংসাপত্র
৮) জাতিগত শংসাপত্র 
৯) জাতীয় নাগরিক পঞ্জিতে (NRC) নাম
১০) Family Register
১১) সরকারের দেওয়া জমির নথি
১২) আধার কার্ড
১৩) বিহারের এসআইআর সংক্রান্ত নথি

উল্লেখ্য, ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার সময়সীমা আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে কমিশন।  কমিশন সূত্রে জানা গেছে, SIR শুনানি ও যাচাইকরণ চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।  এছাড়াও চূড়ান্ত বা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে ১৪ ফেব্রুয়ারি।

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now