JKNews24 Disk: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য উঠে এল বড় প্রশ্ন—এ বছর কি পিছোতে পারে মাধ্যমিক পরীক্ষা? কারণ, রাজ্যে বিধানসভা ভোটের আগে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR প্রক্রিয়া (Madhyamik 2026 Routine)। ডিসেম্বরে SIR-এর খসড়া তালিকা প্রকাশ পেলেও, যাদের নাম বা তথ্য নিয়ে গরমিল রয়েছে তাঁদের শুনানি চলবে গোটা জানুয়ারি মাস জুড়ে, আর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ৪ ফেব্রুয়ারি। অথচ তার দু’দিন আগেই, অর্থাৎ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা মাধ্যমিক পরীক্ষা। ফলে একই সময়ে ভোটার তালিকা সংশোধন ও বোর্ড পরীক্ষার চাপ পড়ায় শিক্ষক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—পরীক্ষার সূচিতে কি কোনও পরিবর্তন হতে পারে? এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কী বলছে, সেটাই জানবো আজকের প্রতিবেদনে।
মাধ্যমিক রুটিন ২০২৬ (Madhyamik 2026 Routine)
পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগেভাগে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করে দিয়েছে। পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন পরীক্ষার সময় থাকবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত। ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া চললেও, এখনই মাধ্যমিক পরীক্ষার রুটিনে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে পর্ষদ। কর্তৃপক্ষের মতে, মাধ্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় ও গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই কোনওভাবেই যাতে এতে ব্যাঘাত না ঘটে, সেই বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের উদ্দেশে পর্ষদের বার্তা—কোনও গুজবে কান না দিয়ে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যেতে হবে, কারণ ঠিক যেমন সূচি ঘোষণা হয়েছে, সেই অনুযায়ীই পরীক্ষা নেওয়া হবে।
| তারিখ | দিন | বিষয় |
| ২ ফেব্রুয়ারি, ২০২৬ | সোমবার | প্রথম ভাষা (বাংলা, ইংরেজি, হিন্দি ইত্যাদি) |
| ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | মঙ্গলবার | দ্বিতীয় ভাষা (ইংরেজি বা অন্য ভাষা) |
| ৬ ফেব্রুয়ারি, ২০২৬ | শুক্রবার | ইতিহাস |
| ৭ ফেব্রুয়ারি, ২০২৬ | শনিবার | ভূগোল |
| ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | সোমবার | গণিত |
| ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | মঙ্গলবার | ভৌত বিজ্ঞান |
| ১১ ফেব্রুয়ারি, ২০২৬ | বুধবার | জীবন বিজ্ঞান |
| ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | বৃহস্পতিবার | ঐচ্ছিক বিষয়সমূহ |








