ভারতে বাংলাদেশী ইলিশ কি আর আসবে, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নানা ঘটনাবলির মধ্য দিয়ে আরও খারাপের দিকে গেছে। তারই প্রভাব পড়েছে বাংলাদেশের ইলিশ মাছের ভারতে আসার ওপর। এ বছর তিন ধাপে ইলিশ মাছ ভারত এসেছে। শেষ চালানটি এসেছিল নভেম্বরের মাঝামাঝি, তাও অনেক আলোচনার পর। তবে সাম্প্রতিক পরিস্থিতি দেখে অনেকেই আশঙ্কা করছেন, এবার হয়তো বাংলাদেশের ইলিশ মাছ ভারতে একেবারেই বন্ধ হয়ে যাবে।
দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের ফলে যাতায়াতের অনেক ক্ষেত্রেই বাধা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে বাঙালির প্রিয় ইলিশ মাছ কীভাবে ভারতে আসবে, তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। ভারতীয় ইলিশপ্রেমীদের কাছে বাংলাদেশের ইলিশের স্বাদ অন্যরকম। তাই এ ঘটনায় মন খারাপ ইলিশপ্রেমীদের।
সবাই প্রশ্ন করছে, আবার কবে ইলিশ মাছ ঠিকভাবে ভারতে আসবে? উত্তরটা সময়ই বলে দেবে। তবে এখনকার বাস্তবতায় এই পরিস্থিতি বদলাতে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ভীষণ জরুরি।