কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করলেন ২১ বলে ৫৪ রান, অসাধারণ ব্যাটিং প্রদর্শনী উপহার দিলেন শিলিগুড়ির তারকা ক্রিকেটার রিচা ঘোষ! আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুড়ি ওভারের ম্যাচে রিচা মাত্র ২১ বলে করলেন ৫৪ রান। তার ইনিংসে ছিল পাঁচটি দৃষ্টিনন্দন ছক্কা এবং তিনটি দুর্দান্ত চার। রিচার এই বিধ্বংসী ইনিংস পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
প্রথমে ব্যাট করে ভারতীয় দল তোলে বিশাল ২১৭ রানের স্কোর। পাঁচ নম্বরে নেমে রিচা যেন মাঠে আগুন ধরিয়ে দেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। চার-ছক্কার ফুলঝুরিতে যেন পুরো শিলিগুড়ি আনন্দে ভাসছে।
শুরু থেকেই রিচার ব্যাটে ছিল আত্মবিশ্বাস এবং আগ্রাসন। বিশেষ করে তার মারা ছয়গুলো ছিল একেবারে চোখ ধাঁধানো। ম্যাচ শেষে রিচা জানান, নিজের পারফরম্যান্সে তিনি খুব খুশি এবং ভবিষ্যতে আরও এমন ইনিংস খেলতে চান।
ভারতীয় দল এবং শিলিগুড়ি শহর আজ গর্বিত রিচার দুর্দান্ত ইনিংসে। এই ধরনের ইনিংস প্রমাণ করে যে রিচা ঘোষ ভবিষ্যতে ভারতের জন্য বড় ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন। রিচার আজকের ইনিংস সত্যিই ক্রিকেটপ্রেমীদের মনে এক গভীর ছাপ রেখে গেল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |