কলকাতায় ১ ভরির সোনা কত: গত কয়েকদিন ধরে সোনার দামে টানা পতন লক্ষ্য করা গিয়েছে। পৌষ মাস পড়তেই সোনার চাহিদা কিছুটা কমে যাওয়ায় এই ধাতুর দামেও প্রভাব পড়েছে। শুধু সোনা নয়, রুপোর দামেও বড়সড় পতন দেখা গিয়েছে। তবে আজ, শনিবার ২১ ডিসেম্বর, সোনার দাম কি আরও কমেছে, নাকি বেড়েছে? জানতে চোখ রাখুন আজকের আপডেটে।
আপনার কি সোনা কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে দোকানে যাওয়ার আগে অবশ্যই সোনা ও রুপোর লেটেস্ট দাম দেখে নিন। শুক্রবারের তুলনায় আজ সামান্য হলেও বেড়েছে সোনার দাম। তাহলে কলকাতায় আজ ১ ভরি সোনা কিনতে কত খরচ হবে? জেনে নিন বিস্তারিত তথ্য।
জানুয়ারি থেকে আবারও শুরু হতে চলেছে বিয়ের মরশুম। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক মাসে সোনার চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এর ফলে সোনার দামে বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে। তাহলে কি এখনই সোনা কিনে রাখার সঠিক সময়? যদি আপনার পরিকল্পনা থাকে, তবে অবশ্যই সোনা ও রুপোর লেটেস্ট দাম দেখে নিন, যাতে আপনার কেনাকাটা আরও সাশ্রয়ী হয়।
কলকাতায় ১ ভরির সোনা কত
ধাতু | ক্যারেট/পরিমাণ | প্রতি ইউনিট দাম (টাকা) | ৩% জিএসটি-সহ দাম (টাকা) |
---|---|---|---|
সোনা | ২২ ক্যারেট (১ গ্রাম) | ৭২১০ | ৭৪৩৬ |
সোনা | ১৮ ক্যারেট (১ গ্রাম) | ৫৯১৫ | ৬০৯২ |
রুপো | ১ কেজি | ৮৭,৪২৭ | ৮৯,০৫০ |
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷