আজকের সোনার দাম: বুধবার সকালে সোনার দামে বেশ খানিকটা পতন লক্ষ্য করা গেছে। বাজারের নিয়ম মেনেই কখনও সোনার দর ঊর্ধ্বমুখী হয়, তো কখনও তা কমে আসে। তবে দাম যতই কমুক না কেন, সোনা তো শেষ পর্যন্ত বহুমূল্যবান ধাতুই! তাই ইচ্ছা থাকলেও সবার পক্ষে এটি কেনা সবসময় সম্ভব হয় না। তবে সাম্প্রতিক সময়ে ভারতের সোনার বাজার একের পর এক রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে।
মার্কেট বিশেষজ্ঞদের মতে ২০২৫-এ বিপুল দাম বাড়তে চলেছে সোনার দাম ৷ ইতিমধ্যেই ফের শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই সোনার চাহিদা থাকবে তুঙ্গে ৷
বুধবার, ১২ ফেব্রুয়ারি – সোনার ও রুপোর আপডেটেড দাম
ধাতুর প্রকার | নতুন দাম (টাকা) |
---|---|
২২ ক্যারেট সোনা (প্রতি ১০ গ্রাম) | ৮,০৪৫ |
১৮ ক্যারেট সোনা (প্রতি ১০ গ্রাম) | ৬,৬০৫ |
রুপো (প্রতি ১ কেজি) | ৯৪,৫৯৫ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
গত কয়েক বছরে সোনার দাম যেভাবে লাগামহীনভাবে বেড়ে চলেছে। তাতে অনেকেই এখন বিনিয়োগের নতুন পথ খুঁজছেন। তবুও সোনার প্রতি মানুষের আস্থা কিন্তু কমেনি! বরং অনেকে অন্যান্য বিনিয়োগের পাশাপাশি সোনাকেও লাভজনক বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)-র তথ্য অনুযায়ী সোনার বাজারের এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের জন্য যেমন লাভজনক, তেমনই সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা চ্যালেঞ্জেরও।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |