Train Hijack in Pakistan: পাকিস্তানে জঙ্গিদের আক্রমণে ট্রেন হাইজ্যাক

Train Hijack in Pakistan: পাকিস্তানে জঙ্গিদের আক্রমণে ট্রেন হাইজ্যাকবালুচিস্তান-পাকিস্তান সীমান্তে এক মর্মান্তিক ট্রেন হাইজ্যাকের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালোচ লিবারেশন আর্মি এই হাইজ্যাকের সঙ্গে জড়িত। শতাধিক যাত্রী নিয়ে এক ট্রেনকে হাইজ্যাক করা হয়েছে এবং রেললাইনে বিস্ফোরক রেখে এই আক্রমণ চালানো হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে, এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়।

এদিকে, সেই ট্রেনে অন্তত ১০০-এর বেশি যাত্রী ছিলেন, এবং সেই ট্রেনকেই হাইজ্যাক করা হয়েছে। পরিস্থিতি আরও ভীতিজনক হয়ে উঠেছে, কারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে গুরুতর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, যদি ট্রেন কোনও দিক থেকে এদিক-ওদিক হয়, তবে সেটি উড়িয়ে দেওয়া হবে।

টাইমস নাও সহ একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বালোচ লিবারেশন আর্মি এই ঘটনার দায় স্বীকার করেছে। অন্তত ১২০জন যাত্রী ট্রেনে রয়েছেন বলে খবর। এদিকে ঘটনায় কয়েকজন সেনা আহত হয়েছেন বলেও খবর।

প্রতিবেদনে জানা গেছে, বালোচ লিবারেশন আর্মি (BLA) দাবি করেছে যে, তাদের স্বাধীনতা সংগ্রামীরা রেলওয়ে ট্র্যাক উড়িয়ে দিয়েছে এবং জাফর এক্সপ্রেসকে থামিয়ে ফেলেছে। তারা জানিয়েছে, ফাইটাররা ট্রেনটির দখল নিয়ে সব যাত্রীদের হোস্টেজ হিসাবে আটক করে রেখেছে।

এছাড়া, তাদের তরফে একটি গুরুতর হুঁশিয়ারি দেওয়া হয়েছে: যদি পাকিস্তান সেনা কোনও মিলিটারি অপারেশন চালায়, তবে তারা সমস্ত যাত্রীদের হত্যা করবে এবং তার দায় পাক মিলিটারি কর্তৃপক্ষকেই নিতে হবে।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -