বিশ্বের বৃহত্তম অ্যানাকোন্ডা সে এক প্রকাণ্ড দানব! অজগর তো অনেক দেখেছেন, কিন্তু এমন ভয়ংকর চেহারার অ্যানাকন্ডা আগে দেখেছেন কি? দৈর্ঘ্য ২০ ফুটেরও বেশি, আর গড়ন এতটাই বিশাল যে পৃথিবীর অন্যান্য অজগরকেও যেন হার মানিয়ে দেয়! তবে সাধারণ অ্যানাকন্ডার চেয়ে একটু ভিন্ন প্রজাতির এটি। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিকের বিজ্ঞানীদের মুখেই শোনা গিয়েছে এই বিস্ময়কর সাপের কথা। খোঁজ নিয়ে জানা গেছে, তাঁরা অ্যামাজনের গভীর জঙ্গলে এই দৈত্যাকার অ্যানাকন্ডাটিকে আবিষ্কার করেছেন। এটি আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে!
সব খবর
অজগরের নতুন প্রজাতি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর এসেছে, অধ্যাপক ব্রায়ান ফ্রাইয়ের নেতৃত্বে অতি সম্প্রতি বিজ্ঞানীদের একটি দল আমাজনের রেনফরেস্টে অভিযান চালিয়েছিল। সূত্রের খবর, সেখানেই নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা নামক একটি নতুন প্রজাতির বিষহীন আদিম সাপ খুঁজে পেয়েছেন তাঁরা।
বিশ্বের বৃহত্তম অ্যানাকোন্ডা!
গবেষক দলের অনুমান, অজগরটির দৈর্ঘ্য কমপক্ষে ২০ ফুটের কাছাকাছি হবেই! জানা গেছে, উইল স্মিথের সঙ্গে Pole to Pole ডকুমেন্টারির শুটিং চলাকালীন ন্যাশনাল জিওগ্রাফিকের বিজ্ঞানীরা এই বিশাল সাপের সন্ধান পান। স্থানীয়দের মতে, এটি বিশ্বের বৃহত্তম বিষহীন সাপ হতে পারে!
সব খবর
সূত্রের খবর, বিজ্ঞানীরা অ্যামাজনের গভীর জঙ্গলে দুর্গম পরিবেশ পেরিয়ে, দীর্ঘ নদীপথ অতিক্রম করে এক অভূতপূর্ব রহস্য উন্মোচন করেছেন! তাদের এই অভিযানে অ্যামাজনের লুকিয়ে থাকা অজানা দিকগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে বিশালাকার অজগরটির সন্ধান তারা পেয়েছেন, সেটি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। জানা গেছে, খুব শিগগিরই এই বিস্ময়কর আবিষ্কার ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে সম্প্রচারিত হবে!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |