আধার-ভোটার কার্ড লিংক: আপনার কাছেও কি আধার ও ভোটার কার্ড রয়েছে? এখনো অবধি লিংক করাননি? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। ভারতে বসবাসকারী মানুষের অন্যান্য দেশের মতো অনেক নথির প্রয়োজন হয়। এই নথিগুলি প্রতিদিন কোনও না কোনও কাজের জন্য প্রয়োজন হয়। বর্তমানে যে নাথিগুলি দরকার সেগুলো হল আধার, ভোটার, প্যান কার্ড, পাসপোর্ট, ইত্যাদি। তবে আজ এই আর্টিকেলে আলোচনা হবে আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে।
আধার-ভোটার কার্ড লিংক
যেমন ব্যাংকিং কাজের জন্য PAN কার্ড অপরিহার্য, তেমনই ভোট দিতে গেলে ভোটার আইডি প্রয়োজন। এই নথি ছাড়া কোনওভাবেই এই কাজ করা সম্ভব নয়। সম্প্রতি, নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ডকে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে। আর বাংলায় আগামী বছরই বিধানসভা নির্বাচন! তাই অনেকের মনেই প্রশ্ন উঠছে— যদি কারও ভোটার আইডি আধারের সঙ্গে লিঙ্ক না থাকে, তাহলে কি তিনি ভোট দিতে পারবেন না? আসুন, বিস্তারিত জেনে নিই।
তাহলে জানিয়ে রাখি যে যদি কারো ভোটার আইডি বাতিল হয়ে যায়, তাহলে তার নাম ভোটার তালিকায়ও থাকবে না। ধরুন কারোর কাছে ভোটার আইডি না থাকলেও, যদি তার নাম ভোটার তালিকায় থাকে, তাহলে সে ভোট দিতে পারবে। এর জন্য ভোটার আইডি না থাকলে আয়রণ বা অন্য কোন পরিচয়পত্র ভোট কেন্দ্রের সঙ্গে নিতে হবে।
ভারতে এখনও অনেক মানুষ রয়েছেন যাদের কাছে একাধিক ভোটার আইডি রয়েছে। এর ফলে অনেক সময় জাল ভোটের ঘটনাও ঘটে। তবে, যদি ভোটার আইডি আধারের সঙ্গে লিঙ্ক করা হয়, তাহলে জাল বা অবৈধ ভোটার আইডিগুলো সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। এতে একজন ব্যক্তির নামে কেবলমাত্র একটি বৈধ ভোটার আইডি থাকবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |