মার্কিন সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) তাদের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মঙ্গলবার (২৫ মার্চ)। ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র’)-সহ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিবেচনা করার জন্য। এ নিয়ে ভারত সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতিতে ভারত শুধু মার্কিন কমিশনের সুপারিশ খারিজই করেনি, বরং ইউএসসিআইআরএফ-কে আন্তর্জাতিকভাবে একটি ‘উদ্বেগের সংস্থা’ (Entity of Concern) হিসেবে চিহ্নিত করার দাবি তুলেছে।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ওই সংস্থা যেভাবে পরিস্থিতির ‘পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মূল্যায়ন’কে তাদের প্যাটার্ন করে তুলেছে এবং ‘তথ্যকে বিকৃত করে পেশ করছে’ তাতে ওই বর্ণনাই তাদের প্রাপ্য।
যুক্তরাষ্ট্র সম্প্রতি আবারও দাবি করেছে যে, ২০২৩ সালে নিউইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিককে হত্যার চেষ্টার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর একজন কর্মকর্তা এবং দেশটির ছয়জন কূটনীতিক জড়িত ছিলেন। তবে ভারত এই অভিযোগকে সরাসরি ‘ফেইক’ না বললেও, কার্যত সেটিকেই ভিত্তিহীন বলে মনে করছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |