আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার: কী আলোচনা হতে পারে?

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার

বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে মুখোমুখি হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানদের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ব্যাংককে আজ বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation – BIMSTEC) শীর্ষ সম্মেলন উপলক্ষে বর্তমানে ব্যাংককে রয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now