আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

MI-তে যাচ্ছেন কুইন্টন ডিক’ক? IPL-এ বড় ধাক্কা KKR-র জন্য!

MI-তে যাচ্ছেন কুইন্টন ডিক’ক IPL-এ বড় ধাক্কা KKR-র জন্য!

IPL-র মাঝেই নাইট তারকাকে নিয়ে বড় খবর! কলকাতা নাইট রাইডার্সের 3.6 কোটির প্রোটিয়া ওপেনার কুইন্টন ডিক’ককে দলে টানছে MI। হ্যাঁ, নাইটদের হয়ে ওপেনিংয়ের দায়িত্বে থাকা দক্ষিণ আফ্রিকান তারকা ডিক’কের প্রত্যাবর্তন হতে চলেছে MI-এ। গতকাল KKR বনাম SRH ম্যাচের (IPL 2025) পরই নাইট তারকাকে নিয়ে বড় খবর সামনে এসেছে।

MI-তে যাচ্ছেন কুইন্টন ডিক’ক?

গতকাল দলের হয়ে একেবারেই নজর কাড়তে পারেননি দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডিক’ক। তবে এই মরসুমে তাঁর ব্যাট যে কথা বলেছে, সেটা ভক্তরা ভুলবে না! বিশেষ করে KKR বনাম রাজস্থান ম্যাচে 61 বলে অপরাজিত 97 রানের দুর্দান্ত ইনিংস—যেটা এককভাবে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ছিল। কিন্তু এবার সেই তারকাই কি ফিরছেন মুম্বাইয়ে? ব্যাপারটা একটু অদ্ভুতই লাগছে!

জানা যাচ্ছে, নাইটদের বাঁহাতি ওপেনার কুইন্টন ডিক’ককে দলে নিতে মরিয়া হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে IPL-র জন্য নয়, বরং আমেরিকার মেজর লিগ ক্রিকেটে MI নিউ ইয়র্ক দলের হয়ে খেলতেই মুম্বই শিবিরে ফিরছেন ডিক’ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নাইট তারকা MI পরিবারে ফেরার খবর নিশ্চিত করেছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজি।

MI-র হয়ে মেজর লিগ খেলবেন ডিক’ক

বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, আসন্ন মেজর লিগ ক্রিকেটের (MLC) জন্য কুইন্টন ডিক’ককে দলে টেনে নিয়েছে MI নিউইয়র্ক! মানে, নাইট রাইডার্সের এই প্রোটিয়া ওপেনার এবার আমেরিকার মাটিতে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে চলেছেন। তবে শুধু ডিক’ক নন, সাউথ আফ্রিকার আরেক দুর্দান্ত অলরাউন্ডার জর্জ লিণ্ডেকেও দলে নিচ্ছে MI। সূত্রের খবর, SA20 লিগে MI কেপ টাউনকে চ্যাম্পিয়ন করা লিণ্ডের পারফরম্যান্স মুগ্ধ করেছে ম্যানেজমেন্টকে।

তাই আসন্ন মরসুমেও লিণ্ডেতেই ভরসা রেখেছে MI ফ্র্যাঞ্চাইজি। শোনা যাচ্ছে, এই দুই তারকার পাশাপাশি আফগান পেসার নবীন উল হকও নাকি টেক্সাস সুপার কিংস ছেড়ে MI নিউ ইয়র্ক দলে যোগ দিচ্ছেন। এছাড়াও, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, ট্রেন্ট বোল্ট ও রশিদ খানের মতো খেলোয়াড়রা তো রয়েছেনই।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now