আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

ভারতের কাছে আমরা চিরঋণী: পাকিস্তানকে তীব্র আক্রমণ করল UAE!

পাকিস্তানকে তীব্র আক্রমণ করল UAE

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার আবহে সংযুক্ত আরব আমিরাতে (UAE) পাকিস্তান সুপার লিগ (PSL) আয়োজন করতে মরিয়া হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। তবে সেই আশায় আপাতত বড়সড় ধাক্কা খেতে হলো তাদের। সূত্রের খবর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে PSL আয়োজনের অনুমতি দেয়নি এমিরেটস ক্রিকেট বোর্ড (ECB)। কারণ? ভারতের সঙ্গে পাক বোর্ডের সম্পর্ক এখন একেবারে তলানিতে। এই অশান্ত পরিস্থিতির মধ্যেই PSL আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছে ECB।

দুবাইতে PSL আয়োজন করতে চেয়েছিল PCB

সম্প্রতি পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলার ঘটনায় রীতিমতো চমকে গিয়েছিল গোটা দেশ। নিরাপত্তার কারণে এরপরই পাকিস্তান সুপার লিগ (PSL) দেশের বাইরে—দুবাইয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সেই পরিকল্পনা মাথায় রেখেই এমিরেটস ক্রিকেট বোর্ডের (ECB) সঙ্গে একাধিকবার বৈঠকও করেছে পাক বোর্ডের শীর্ষকর্তারা। সবকিছু ঠিকঠাক চললেও, শেষমেশ রাজনৈতিক টানাপোড়েনে আটকে গেল এই পরিকল্পনা।

এমতাবস্থায়, প্রাথমিকভাবে পাকিস্তান সুপার লিগ আয়োজন করার কথা জানালেও পরবর্তীতে নাকি PSL আয়োজনের জন্য মোটা টাকা চাওয়া হয়েছিল ECB-র পক্ষ থেকে। যা কাঙাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে মেটানোর সাধ্য নেই, তাই শেষ পর্যন্ত বিদেশি খেলোয়াড়দের দোহাই দিয়ে PSL স্থগিত করে PCB।

আসল খেল দেখাল BCCI!

সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে বহুদিন ধরেই পাকিস্তান আন্তর্জাতিক মহলের কড়া নজরে। তার উপর সাম্প্রতিক সময়ে স্থল, জল ও আকাশপথে পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত পরিস্থিতি আরও তীব্র হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগ (PSL) আয়োজনের তোড়জোড় শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। কিন্তু সেই ইচ্ছেতে কার্যত জল ঢেলে দিল ভারত!

বিশেষজ্ঞদের মতে, PSL আয়োজন নিয়ে পাকিস্তানের আবেদন আসার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) নিজেদের অবস্থান স্পষ্ট করে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ECB) উপর কূটনৈতিক চাপ তৈরি করেছিল। আর সেই কারণেই শেষমেশ PSL-এর দুবাইয়ে হওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল।

ভারতের কাছে ঋণী ECB?

মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ও এমিরেটস ক্রিকেট বোর্ড (ECB)-এর সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। একে অপরের পাশে দাঁড়ানোর নজির রয়েছে বহুবার। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে অতীতে বহুবার সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করা হয়েছে। আর সেই সম্পর্কের পেছনে জয় শাহ’র ব্যক্তিগত যোগাযোগও বড় একটা ভূমিকা রেখেছে। শোনা যায়, যখনই কঠিন সময় এসেছে, ECB পাশে পেয়েছে BCCI-কে। আবার BCCI-র দুঃসময়েও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পিছু হটেনি এমিরেটস ক্রিকেট বোর্ড।

কেন PSL আয়োজন করেনি ECB?

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, প্রাথমিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে PSL আয়োজনের আশ্বাস দিলেও পরবর্তীতে ভারত-পাকিস্তান দুই দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে PSL আয়োজন করতে অস্বীকার করেছে ECB। এছাড়াও বেশ কয়েকটি সূত্র বলছে, এমিরেটস ক্রিকেট বোর্ডের তরফে মোটা অঙ্কের অর্থ চাওয়া হয়েছিল PCB কর্তাদের কাছে, যা পরিশোধ করার ক্ষমতা নেই কাঙাল দেশের ক্রিকেট বোর্ডের। তাই দুবাইতে গড়াচ্ছে না PSL-র উচ্ছিষ্ট।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now