UPI Transaction Rules 2025: চায়ের দোকান হোক কিংবা বড় শপিং মল – এখন অনলাইন লেনদেনই হয়ে উঠেছে সাধারণ মানুষের সবচেয়ে ভরসার জায়গা। তাই তো প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ছোট-বড় নানা রকম পেমেন্ট সেরে নিচ্ছেন UPI-র মাধ্যমে। সত্যি বলতে, এই পদ্ধতি যেমন সহজ আর ঝামেলাহীন, তেমনই একেবারে হাতের মুঠোয় টাকা পাঠানোর সুবিধাও দেয়। তবে সুবিধার পাশাপাশি এতে লুকিয়ে রয়েছে এক বড় বিপদ। কারণ, সাইবার প্রতারকরা এখন ঠিক এই ডিজিটাল লেনদেন ব্যবস্থাকেই টার্গেট করে সাধারণ মানুষকে প্রতারিত করছে। আর তাই এবার সেই জালিয়াতির ফাঁদ ঠেকাতে কেন্দ্রীয় সরকার ব্লক করতে চলেছে একাধিক মোবাইল নম্বর।
সব খবর
জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের (UPI Transaction Rules 2025)
সম্প্রতি অনলাইন পেমেন্টে প্রতারণা আটকাতে একাধিক নতুন নিয়ম চালু হয়েছে (UPI Transaction Rules)। তবুও ঠকবাজদের দৌরাত্ম্য কমেনি। তাই এবার আর একটু কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। দেশের আর্থিক লেনদেন আরও নিরাপদ করতে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক চালু করেছে একটি বিশেষ প্রযুক্তি – ‘ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর’ বা FIR। এই নতুন ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি হয়েছে, যা সন্দেহজনক বা অস্বীকৃত লেনদেন চিহ্নিত করতে পারবে এবং প্রতারণা ঠেকাতে কার্যকরী ভূমিকা নিতে পারবে বলে আশা করা হচ্ছে।
এইমুহুর্তে যে সমস্ত জনপ্রিয় অনলাইন ট্রানজাকশন রয়েছে তার মধ্যে অন্যতম হল PhonePe, Paytm, GooglePay। প্রায় ৯০ শতাংশ পেমেন্ট করা হয়। সেক্ষেত্রে গ্রাহকরা টাকা লেনদেন করার সময় নানাভাবে প্রতারিত হচ্ছে। তার জন্যই এবার কেন্দ্রীয় সরকার বড় পদক্ষেপ গ্রহণ করল।
সব খবর
ব্লক করা হবে নম্বরগুলো!
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক জানিয়েছে, এই নতুন FIR প্রযুক্তি মূলত এমন সমস্ত মোবাইল নম্বরকে চিহ্নিত করবে যেগুলি কোনও সাইবার অপরাধে জড়িত, বা নিয়ন্ত্রক সংস্থার নিয়ম লঙ্ঘন করেছে। একবার চিহ্নিত হলে, সেই নম্বরগুলিকে ঝুঁকির মাত্রা অনুযায়ী ভাগ করা হবে – যেমন মাঝারি, উচ্চ বা খুব বেশি ঝুঁকিপূর্ণ। এই তথ্য নেওয়া হবে ন্যাশনাল সাইবারক্রাইম রিপোর্টিং পোর্টালের সাহায্যে। এরপর সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থাগুলিকে এই ঝুঁকির তালিকা রিয়েল-টাইমে পাঠানো হবে, যাতে প্রতারণা ঠেকানো যায় আরও দ্রুত ও সঠিকভাবে।
গ্রাহকদের পাঠানো হবে সতর্কবার্তা
এর ফলে যদি কোনও ব্যক্তি অনলাইন কোনও তীব্র উচ্চ-ঝুঁকিপূর্ণ মোবাইল নম্বরে UPI পেমেন্ট করতে যান, তাহলে সেই ইউপিআই অ্যাপ নিজের থেকেই সমস্ত লেনদেন বন্ধ করে দেবে। এবং সঙ্গে সঙ্গে গ্রাহককে একটি সতর্কবার্তা দেওয়া হবে। শুধু তাই নয় ওই নম্বরটি ব্লক করে দেওয়া হবে গ্রাহকের ওই অ্যাপ থেকে। অন্যদিকে মধ্যম মানের ঝুঁকিযুক্ত নম্বরে UPI তে টাকা পাঠাতে গেলে গ্রাহকদের একটি সতর্কবার্তা দেখানো হবে, এবং এই লেনদেন সম্পন্ন করার জন্য সতর্ক করা হবে। অর্থাৎ এই নয়া প্রযুক্তি সাইবার প্রতারণার হাত থেকে গ্রাহকদের অনেকটাই রক্ষা করতে পারবে।
কেন্দ্রের এই নতুন প্রযুক্তির কারণে যদি ভুলবশত আপনার নম্বরটি ব্লক হয়ে যায় এবং আপনি অনলাইন পেমেন্ট করতে না পারেন, তাহলে চিন্তার কিছু নেই। প্রথমে আপনি যেই অ্যাপ ব্যবহার করছেন, সেটি থেকে লগ আউট করে আবার লগইন করুন। এরপর অ্যাপের মধ্যেই KYC এবং আপনার ব্যাঙ্কের বিবরণ আপডেট করে নিন। তবুও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে সরাসরি আপনার ব্যাঙ্কের নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করুন, কিংবা NPCI-তে গিয়ে অভিযোগ জানান। সহজ কিছু ধাপেই আপনি সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |