Sunday, August 31, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

WBSSC Teacher Recruitment 2025:...

WBSSC Teacher Recruitment 2025: চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস...

Post Office RD Scheme...

Post Office RD Scheme 2025: অনেকেই ভবিষ্যতের জন্য সঞ্চয় আর নিরাপদ বিনিয়োগের খোঁজে...

রাহুলের ভোটার অধিকার যাত্রায়...

রিপোর্ট অনুযায়ী, সামনে বিহার বিধানসভা ভোট ঘিরে রাজনৈতিক আবহ তুঙ্গে। আর সেই প্রচারের...

অযোগ্যদের থেকেও মহাদাগি মমতা...

গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য প্রার্থীদের তালিকা (SSC Tainted List) প্রকাশ করেছে স্কুল...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

- Advertisement -

Recommended for You

- Advertisement -

Post Office RD Scheme 2025: মাত্র ₹১,০০০ জমা করে পান ₹৭১,০০০ রিটার্ন!

Post Office RD Scheme 2025: অনেকেই ভবিষ্যতের জন্য সঞ্চয় আর নিরাপদ বিনিয়োগের খোঁজে থাকেন। ব্যাংক, মিউচুয়াল ফান্ড বা শেয়ারের মতো জায়গায় ভালো রিটার্ন পাওয়া...

Most Popular

- Advertisement -
Homeপ্রকল্পসরকারি প্রকল্পPM KISAN কিস্তি পেতে এখনই করুন eKYC

PM KISAN কিস্তি পেতে এখনই করুন eKYC

PM KISAN 20th Installment: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে ১ মে থেকে ৩১ মে, ২০২৫ পর্যন্ত দেশজুড়ে শুরু হয়েছে এক বিশেষ ‘সম্পূর্ণতা অভিযান’ বা Saturation Drive। এই অভিযানের মূল লক্ষ্য হল দেশের প্রতিটি যোগ্য কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM KISAN) যোজনার আওতায় নিয়ে আসা এবং যারা এখনও এই যোজনার উপকার পাননি, তাদের দ্রুত নথিভুক্ত করা।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

কী করতে হবে একজন যোগ্য কৃষক হওয়ার জন্য?

আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM KISAN) যোজনার টাকা পেতে চান, তাহলে কিছু গুরুত্বপূর্ণ কাজ সময়মতো করে ফেলা খুব জরুরি। এই যোজনার সুবিধা পেতে হলে, একজন কৃষককে নিচের তিনটি কাজ অবশ্যই ৩১ মে ২০২৫-এর মধ্যে শেষ করতে হবে:

🔹 ই-কেওয়াইসি (eKYC) সম্পূর্ণ করা
🔹 ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা
🔹 জমির কাগজপত্র যাচাই করানো (ল্যান্ড রেকর্ড ভেরিফিকেশন)

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

PM KISAN কীভাবে করবেন eKYC?

সরকারের তরফে জানানো হয়েছে, eKYC করার জন্য এখন আর কোনো তৃতীয় পক্ষ বা এজেন্টের সাহায্য দরকার নেই। একজন কৃষক খুব সহজেই নিজেই নিজের ফোনে বসে এই কাজটা করতে পারেন।

নিচে ধাপে ধাপে জানানো হলো কীভাবে নিজের মোবাইলেই eKYC সম্পূর্ণ করবেন:

🔹ধাপ ১: গুগল প্লে স্টোরে যান এবং PM Kisan মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন।
🔹ধাপ ২: অ্যাপে আপনার আধার নম্বরবেনেফিসিয়ারি আইডি দিয়ে লগইন করুন।
🔹ধাপ ৩: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি (OTP) দিন।
🔹ধাপ ৪: এবার Face Authentication অপশনটি বেছে নিন এবং অ্যাপে দেওয়া নির্দেশনা অনুযায়ী মুখের ছবি স্ক্যান করুন।
🔹ধাপ ৫: মুখের ছবি সফলভাবে স্ক্যান হলে, আপনার eKYC প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

কবে আসবে ২০তম কিস্তির টাকা?

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রতি বছর তিনটি কিস্তিতে প্রতি কৃষককে প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা করে পাঠানো হয়।

সর্বশেষ অর্থাৎ ১৯তম কিস্তি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কৃষকদের অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer)-র মাধ্যমে পাঠানো হয়েছিল। সেই কিস্তিতে কেন্দ্র মোট ২২,০০০ কোটি টাকা বিতরণ করে।
তাই, অনুমান করা হচ্ছে, ২০তম কিস্তি আগামী জুন ২০২৫-এর মাঝামাঝি সময়ের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে।

কীভাবে চেক করবেন PM-KISAN স্টেটাস?

নিজে নিজে খুব সহজ কয়েকটি ধাপে আপনি আপনার স্টেটাস জানতে পারবেন। নিচে দেওয়া হয়েছে পুরো পদ্ধতিটি:

১. প্রথমে সরকারি ওয়েবসাইট pmkisan.gov.in-এ ভিজিট করুন।
২. ওয়েবসাইটের ডান পাশে দেখতে পাবেন ‘Know Your Status’ অপশন, সেখানে ক্লিক করুন।
৩. এখন আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা কোড দিন।
৪. তারপর ‘Get Data’ বাটনে ক্লিক করুন।
৫. কিছু মুহূর্তের মধ্যে আপনার স্ক্রিনে আপনার PM-KISAN যোজনার স্টেটাস দেখা যাবে।

কীভাবে নাম দেখতে পাবেন

নিজে নিজে কয়েক ধাপে খুব সহজেই জানতে পারবেন আপনার এলাকার কোন কোন কৃষক PM-KISAN যোজনার সুবিধা নিচ্ছেন। শুধু নিচের স্টেপগুলো অনুসরণ করুন:

১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট **www.pmkisan.gov.in**-এ যান।
২. ওয়েবসাইটে থাকা ‘Beneficiary List’ অপশনে ক্লিক করুন।
৩. ড্রপডাউন মেনু থেকে আপনার State (রাজ্য), District (জেলা), Sub-district, Block এবং Village (গ্রাম) সিলেক্ট করুন।
৪. সব ঠিকমতো সিলেক্ট করার পর, নিচে থাকা ‘Get Report’ বাটনে ক্লিক করুন।
৫. কিছু সময়ের মধ্যে আপনার এলাকার সকল বেনেফিসিয়ারির তালিকা স্ক্রিনে দেখা যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp
- Advertisement -

আরও পড়ুন

আরও পড়ুন