বিশ্বের অন্যতম জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা (Tesla) ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরি করতে আপাতত আগ্রহী নয়! একাধিক রিপোর্টের খবর অনুযায়ী, ইলন মাস্কের টিমের এখনও দেশে ইভি কারখানা স্থাপনের কোনো পরিকল্পনা নেই।
গতকাল অর্থাৎ সোমবার সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে এ কথা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন ভারত সরকারের হেভি ইন্ডাস্ট্রির মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। সূত্রের খবর, ভারতে ইভি তৈরির কারখানা না গড়লেও চলতি বছরই এদেশে খুলতে চলেছে টেসলার প্রথম শোরুম।
টেসলার প্রাথমিক লক্ষ্য
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, এই মুহূর্তে ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরি করতে চাইছে না টেসলা। বদলে ভারতে শুধুমাত্র শোরুম খুলে ইমপোর্টেড গাড়ি বিক্রি করতে চায় ইলন মাস্কের এই সংস্থা। ভারতে টেসলার কারখানা খোলার বিষয়ে এই কথাগুলিই বলেছেন কেন্দ্রের হেভি ইন্ডাস্ট্রির মন্ত্রী কুমারস্বামী। তিনি আরও বলেন, টেসলা আগ্রহ না দেখালে বিশ্বের বহু বিদেশি গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভারতে ইলেকট্রিক ভেহিক্যালের কারখানা তৈরির জন্য ইচ্ছা প্রকাশ করেছে। জানা যায়, কারখানা তৈরিতে আগ্রহ না থাকলেও, চলতি বছরেই ভারতে টেসলার প্রথম শোরুম উদ্বোধন করতে চলেছেন মাস্ক।
টেসলার প্রথম শোরুমের জন্য আনুষঙ্গিক কাজ শেষ
জানা গেছে, এই বছরেই মুম্বইয়ে শোরুম খুলতে চলেছে টেসলা। এজন্য সম্প্রতি মুম্বইয়ে স্থান ভাড়া নিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। শুধু তাই নয়, শোরুম চালানোর জন্য স্টোর ম্যানেজারসহ বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগও শুরু করেছে টেসলা। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ভারতের বাজারে আসবে টেসলার ইমপোর্টেড ইভি গাড়ির লাইন!
কেন ভারতে কারখানা তৈরি করতে চাইছে না টেসলা?
ভারতের বাজারে প্রবেশ করার অন্তত কয়েক বছর আগে থেকেই কোমর বেঁধেছিল টেসলা। তবে জানা যাচ্ছে, ভারতে উচ্চ হারে ট্যারিফ প্রসঙ্গে অস্বস্তি প্রকাশ করেছিলেন টেসলার কর্ণধার মাস্ক। যদিও প্রথমদিকে ভারতে গাড়ি তৈরির কারখানা গড়ার জন্য জমির খোঁজ করেছিল বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের সংস্থা টেসলা।
জানা গেছে, হঠাৎ করেই আমেরিকার তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, টেসলা যদি ভারতে কারখানা তৈরি করে, তা দুর্ভাগ্যের কারণ হবে। আর সেই কথার পর থেকেই মনে হয় ইলন মাস্কের পরিকল্পনা পাল্টে গেছে! কারখানা তৈরির চিন্তা আপাতত পিছনে রেখে, জার্মানিতে তৈরি হওয়া ইভি গাড়িগুলো শোরুমের মাধ্যমে ভারতে বিক্রি করার পরিকল্পনা করছেন মাস্ক। আপাতত এই পরিকল্পনাটাই বাস্তবায়নের পথে!









