আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

জুলাইয়ে রেশন কেরোসিনের দাম বৃদ্ধি! সাধারণ মানুষের মাথায় হাত

জুলাইয়ে রেশন কেরোসিনের দাম বৃদ্ধি! সাধারণ মানুষের মাথায় হাত

কেরোসিনের দাম বৃদ্ধি: জুলাই মাসের শুরুতেই সাধারণ মানুষের জন্য বড় ধাক্কা নিয়ে এসেছে কেন্দ্র সরকার। জ্বালানির দাম আবার বেড়ে গেছে। এবার রেশন দোকান থেকে কেরোসিন তেলও আগে থেকে অনেক বেশি দামে নিতে হবে। যদিও গত তিন মাসে লিটারে মিলিয়ে ১০ টাকা দাম কমানো হয়েছিল, এবার জুলাইয়ে একবারেই কেরোসিনের দাম ৪ টাকা বেড়ে গেল। এই নিয়ে আরও বিস্তারিত জানার জন্য চোখ রাখুন আজকের এই প্রতিবেদনেই।

কেরোসিনের দাম বৃদ্ধি

একদিকে যখন মুদ্রাস্ফীতির মারে জেরবার দেশের আমজনতা, সেখানে কেরোসিন তেলের দাম বৃদ্ধি সকলের কাছে গোদের ওপর বিষফোঁড়ার সমান হয়ে দাঁড়িয়েছে। এই দাম বৃদ্ধির ফলে রেশন ডিলাররা সিঁদুরে মেঘ দেখছেন। অনেকের মতে, কেরোসিন তেলের এহেন দাম বৃদ্ধির ফলে অনেকেই আছেন যারা আর তেল কেনার আগ্রহ দেখাবেন না।

এই বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন কেরোসিন ডিলার সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অশোক গুপ্ত। তিনি জানান, দামবৃদ্ধির ফলে রেশনে কেরোসিন কেনার আগ্রহ কমবে। দাম কিছুদিন ধরে কমার ফলে কেরোসিনের বিক্রি কিছুটা বেড়েছিল। তবে এবার এই তেলের চাহিদা কমাতেই সরকার ইচ্ছাকৃতভাবে কেরোসিন তেল দাম বাড়িয়েছে। যাইহোক, এর আগে ৫৫ টাকা লিটারে কেরোসিন তেল মিলছিল। তবে এবার সেই দাম বেড়ে ৬০ টাকা করল কেন্দ্রের মোদী সরকার। এখন প্রশ্ন উঠছে, পেট্রোল ও ডিজেলেরও দাম বাড়াবে কেন্দ্র?

আজ পেট্রোল ও ডিজেলের রেট কত?

শহরপেট্রোলের দাম (টাকা)ডিজেলের দাম (টাকা)
নয়াদিল্লি৯৪.৭২৮৭.৬২
মুম্বাই১০৪.২১৯২.১৫
কলকাতা১০৫.৪১৯২.০২
চেন্নাই১০০.৭৫৯২.৩৪
আহমেদাবাদ৯৪.৪৯৯০.১৭
বেঙ্গালুরু১০২.৯২৮৯.০২
হায়দ্রাবাদ১০৭.৪৬৯৫.৭০
লখনউ৯৪.৬৯৮৭.৮০
পুনে১০৪.০৪৯০.৫৭
চণ্ডীগড়৯৪.৩০৮২.৪৫

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now