LIC Jeevan Utsav Policy: সাধারণ মধ্যবিত্ত পরিবারের প্রতিটি মুহূর্তকে উৎসবের মতোই করে তোলার লক্ষ্যে এলআইসি (LIC) নিয়ে এসেছে এক নতুন জীবনবীমা প্রকল্প—LIC Jeevan Utsav Policy। ভারতের সাধারণ মানুষ তাদের সঞ্চয়কে নিরাপদ রাখতে এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য বরাবরই ভরসা রাখেন ভারত সরকার অধিভুক্ত এই সংস্থার ওপর। আর সেই আস্থা অটুট রেখেই এলআইসি প্রতি বছর বিভিন্ন ধরনের বীমা প্রকল্প চালু করে, যা মানুষের জীবনের নানা পর্যায়ে আর্থিক নিরাপত্তা দিতে সাহায্য করে। এই প্রকল্পগুলির মধ্যেই অন্যতম হল এই জীবন উৎসব পলিসি(Jeevan Utsav Policy), যেখানে নির্দিষ্ট সময় পর আপনি পেয়ে যেতে পারেন নগদ ৫ লক্ষ টাকা পর্যন্ত! কিন্তু এই সুবিধা পাওয়ার শর্ত কী? কাদের জন্য এই পলিসি? চলুন, তা ধাপে ধাপে জেনে নিই।
Table of Contents
LIC Jeevan Utsav Policy Review
২০২৩ সালের নভেম্বর থেকে শুরু হওয়া LIC-এর জীবন উৎসব প্ল্যান আসলে এক দুর্দান্ত জীবন বীমা প্রকল্প, যা শুধু আপনার ভবিষ্যতের আয় নিশ্চিত করে না, বরং জীবনের কঠিন সময়েও আর্থিক সুরক্ষা দেয়। নিয়মিত আয়, নিশ্চিন্ত রিটার্ন—সবকিছু মিলিয়ে এটি এমন একটি পরিকল্পনা, যা প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনে স্বস্তি এনে দিতে পারে। বিশেষ করে আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এই ধরনের প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো দুর্ঘটনা বা হঠাৎ বিপদের সময় অনেক পরিবার আর ঘুরে দাঁড়াতে পারে না। ঠিক সেইরকম পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর জন্যই LIC নিয়ে এসেছে এই উদ্যোগ। সবচেয়ে ভালো দিক হলো—জন্মের মাত্র তিন মাস পরেই একটি শিশুকে এই পলিসির আওতায় আনা যায়, মানে জীবনের শুরু থেকেই তাকে ভবিষ্যতের সুরক্ষার চাদরে মুড়ে ফেলা সম্ভব।
Jeevan Utsav Policy তে বিনিয়োগের সময়
এলআইসি-এর জীবন উৎসব পলিসিতে ৯ বছর বয়স থেকে শুরু করে সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত যেকোনো ভারতীয় নাগরিক সহজেই আবেদন করতে পারেন, যা একে অনেকের জন্যই একটা উপযোগী ও নিরাপদ বেছে নেওয়ার সুযোগ করে দেয়। এই প্ল্যানে ন্যূনতম ৫ বছর প্রিমিয়াম জমা দিতে হয়, তবে যাঁরা একটু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত প্রিমিয়াম পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
LIC Jeevan Utsav Policy এর সুযোগ সুবিধা
LIC Jeevan Utsav Policy এর সুযোগ সুবিধা
উপভোক্তাদের বিনিয়োগ (Investment) এর উপর নির্ভর করে জীবন বীমা কভার করে থাকে এই পলিসি। এক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগের বিনিময়ে ৫ লক্ষ টাকার বীমা কভার পেয়ে থাকেন প্রতিটি উপভোক্তা। তবে এই বীমা কভারের কোন সর্বোচ্চ সীমা নির্ধারণ করা নেই। প্রতিটি উপভোক্তার সুরক্ষিত ভবিষ্যতের কথা ভেবে দীর্ঘমেয়াদী একটি বিনিয়োগ পরিকল্পনা এই পলিসি। এই কারণেই এটির মাধ্যমে স্থায়ী এবং নিশ্চিতভাবে রিটার্নের সুবিধাও পান গ্রাহকেরা।
এর পাশাপাশি প্রতিটি পলিসি হোল্ডারদের প্রত্যেক বছর অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়া হয় এই Jeevan Utsav Policy এর মাধ্যমে। গোটা এক বছরের প্রিমিয়াম (Premium) দেওয়ার শেষে মূল যে পরিমাণ অর্থ বীমা করা হয়েছে, তার প্রতি ১০০০ টাকার জন্য গ্যারান্টি যুক্ত অতিরিক্ত পরিমাণ টাকা দেওয়া হয় কোম্পানির তরফে। অর্থাৎ এক্ষেত্রে আপনি এক বছরে ঠিক যতটা পরিমাণ টাকা বিনিয়োগ করবেন, প্রত্যেক বছরের শেষে ততটা পরিমাণ বোনাস যোগ হবে আপনার বিনিয়োগ একাউন্টে।
এই পলিসির রিটার্ন
যে কোনও বিনিয়োগ করার সময়েই স্বাভাবিকভাবে আমাদের মাথায় একটা প্রশ্ন ঘোরে—সুদ বা রিটার্ন ঠিক কতটা পাব? আর সেই চিন্তাটাই সবচেয়ে বেশি গুরুত্ব পায়, বিশেষ করে যদি সেটি দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনা হয়। ঠিক সেই দিকটা মাথায় রেখেই LIC-এর Jeevan Utsav Policy নিয়ে এসেছে দু’টি ভিন্ন রকম রিটার্নের সুযোগ। আপনি চাইলে এই পলিসির মাধ্যমে অবসরকালীন জীবনের জন্য নিয়মিত মাসিক বা বাৎসরিক রোজগারের বিকল্প বেছে নিতে পারেন (যাকে বলা হয় স্থায়ী আয়ের ব্যবস্থা), আবার চাইলে ফ্লেক্সিবল ইনকাম অপশন-ও নিতে পারেন, যেখানে আপনি সময় ও প্রয়োজন মতো অর্থ তুলতে পারবেন। তবে, এই দু’টি অপশনের জন্য আলাদা আলাদা সুদের হার ও রিটার্নের পদ্ধতি নির্ধারিত আছে।
- আপনি যদি স্থির আয়ের বিকল্পটি বেছে নেন, বীমা করা অর্থের ১০% পর্যন্ত রিটার্ন পেতে পারেন।
- অপরদিকে, আপনি যদি ফ্লেক্সিবল বা নমনীয় আয়ের অপশনটি বেছে নেন, তাহলে আপনার জমানো টাকার উপর ৫.৫% পর্যন্ত বার্ষিক সুদ পেতে পারেন।
- এছাড়াও এই পলিসি অনুসারে, সঞ্চিত অর্থের ৭৫% প্রয়োজন অনুসারে উইথড্র করে নিতে পারবেন পলিসি হোল্ডার।
উপসংহার
প্রতিটি মানুষের জীবন যথেষ্ট পরিমাণে মূল্যবান হয়ে থাকে। একটি সঠিক জায়গায় সুরক্ষিতভাবে বিনিয়োগের পাশাপাশি আপনার নিজের এবং পরিবারের বিশেষ মানুষটির জীবন সুরক্ষা পেতে চাইলে Jeevan Utsav Policy অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিকল্প হতে পারে। তবে বিনিয়োগের আগে অবশ্যই বিনিয়োগের সমস্ত কাগজপত্র ভালোভাবে পড়ে বুঝে নিয়ে তবেই বিনিয়োগ করবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |