শিয়ালদা রেল স্টেশন: শনি ও রবিবার শিয়ালদা ডিভিশনে মোট ২১টি লোকাল ট্রেন বাতিল থাকবে। কারণ ওই সময়ে বিভিন্ন জরুরি রেল কাজ চলবে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দমদম জংশন স্টেশনের এলাকায় সাত ঘণ্টা ট্র্যাফিক ব্লক থাকবে। তাই শনিবার ও রবিবার মিলিয়ে ১৯টি লোকাল ট্রেন বাতিল রাখা হয়েছে। কাজ শুরু হবে শনিবার রাত ১২টা থেকে (ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রবিবার) এবং চলবে রবিবার সকাল সাতটা পর্যন্ত। আর পাশাপাশি, শনিবার রাত ১২টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ১০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে, যার কারণে লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
সব খবর
শিয়ালদা রেল স্টেশন বাতিল ২১টি লোকাল ট্রেনের তালিকা
শনিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?
- আপ ৩২২৪৯ শিয়ালদা-ডানকুনি লোকাল।
- ডাউন ৩৩২৫২ ডানকুনি-শিয়ালদা লোকাল।
রবিবার শিয়ালদা-ডানকুনি শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
- আপ ৩২২১১
- আপ ৩২২১৩
- আপ ৩২২১৫
- আপ ৩২২১৭
- আপ ৩২২১৯
- ডাউন ৩২২১২
- ডাউন ৩২২১৪
- ডাউন ৩২২১৬
- ডাউন ৩২২১৮
- ডাউন ৩২২২০
রবিবার আর কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকছে?
১) শিয়ালদা-হারবা লোকাল: আপ ৩৩৬৫৩ এবং ডাউন ৩৩৬৫৪।
২) শিয়ালদা-দত্তপুকুর লোকাল: ডাউন ৩৩৬১২।
সব খবর
৩) শিয়ালদা-বনগাঁ লোকাল: আপ ৩৩৮১৭ এবং ডাউন ৩৩৮২৪।
৪) শিয়ালদা-বারাসত লোকাল: আপ ৩৩৪৩১ এবং ডাউন ৩৩৪৩২।
লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩৪৯৩৫ নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল।
২) ডাউন ৩৪৯১৪ নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |