আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

ইন্টারনেট ছাড়াই পরিচয় যাচাই সম্ভব! UIDAI-এর নতুন পদক্ষেপ

Updated On:
Aadhaar Paperless Verification

আর লাগবে না আধার কার্ডের জেরক্স! পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডের জেরক্স কপি জমা দেওয়ার যে পুরনো নিয়ম ছিল, এবার সেই প্রথারই অবসান ঘটাতে বড় উদ্যোগ নিল UIDAI (Aadhaar Paperless Verification)। খুব শিগগিরই আসতে চলেছে আধারের নতুন একটি অ্যাপ, যা পরিচয়পত্র যাচাইয়ের পুরো প্রক্রিয়াকেই বদলে দেবে। এবার থেকে এই একটিমাত্র অ্যাপের মাধ্যমেই পরিচয় যাচাইসহ আধার-সংক্রান্ত বেশিরভাগ কাজ সেরে ফেলা যাবে। ফলে কোথাও ফর্ম জমা দিতে গেলে আধার কার্ডের ফটোকপি নিয়ে দৌড়ঝাঁপ আর করতে হবে না। সহজ, ঝামেলাহীন এবং নিরাপদ উপায়ে মিলবে সব পরিষেবা।

কেন আনা হচ্ছে নতুন আধার অ্যাপ? (Aadhaar Paperless Verification)

অন্যের আধার কার্ড ব্যবহার করে জালিয়াতির ঘটনা অহরহ ঘটছে। এই ধরনের প্রতারণা রোধ করতে এবং কাগজবিহীন পরিষেবা চালু করার জন্য UIDAI একটি বিশেষ আধার অ্যাপ নিয়ে আসছে। এ বিষয়ে UIDAI-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ভুবনেশ্বর কুমার জানিয়েছেন, “ফিজিক্যাল কপির ব্যবহার কমলে স্বাভাবিকভাবেই আধার হোল্ডারদের গোপনীয়তা বাড়বে। এই অ্যাপের মূল উদ্দেশ্য হলো আধার কার্ড সংক্রান্ত জালিয়াতি আটকানো এবং আধারের অপব্যবহার রোধ করা।”

ইন্টারনেট ছাড়াই যাচাই করা যাবে পরিচয়

UIDAI যে নতুন আধার অ্যাপটি লঞ্চ করতে চলেছে তাতে ব্যবহারকারীর পরিচয় যারাই করতে কোনও রকম ইন্টারনেট লাগবে না। অর্থাৎ ইন্টারনেট সংযোগ ছাড়াই হোটেলের চেক ইন থেকে শুরু করে আধার যাচাইয়ের মাধ্যমে যেকোনও জায়গায় নিজের পরিচয় প্রমাণ করা যাবে এই অ্যাপের হাত ধরে। বলে রাখি, এই অ্যাপের মাধ্যমে আধার নম্বরের বদলে শুধুমাত্র কিউআর কোড অথবা ফেস ভেরিফিকেশনের মাধ্যমেও পরিচয় যাচাই করা সম্ভব হবে।

আপডেট প্রক্রিয়াও সহজ হবে, বাড়বে গোপনীয়তাও

UIDAI জানিয়েছে, নতুন আধার অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো মাত্র এক ক্লিকেই ব্যবহারকারী নিজের বায়োমেট্রিক ডেটা লক বা আনলক করতে পারবেন। পাশাপাশি আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, ঠিকানা, নাম—এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করাও হবে আরও সহজ। ব্যবহারকারীরা চাইলে কোন তথ্য শেয়ার করবেন আর কোনটি করবেন না, সেটাও নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। মোট কথা, কাগজবিহীন পরিচয় যাচাইয়ের মাধ্যমে আধারের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি কমবে, নিরাপত্তা বাড়বে এবং আধার সেন্টারের ভিড়ও অনেকটাই কমে যাবে।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now