রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এসেছে এক বিশাল সুখবর! সম্প্রতি ভারতীয় বায়ুসেনা ‘অগ্নিবীর বায়ু’ পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যাঁরা অন্তত উচ্চমাধ্যমিক পাশ করেছেন, তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। সবচেয়ে ভালো বিষয় হলো, এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। তাই ঘরে বসেই সহজে আবেদন করা যাবে। ঠিক কীভাবে আবেদন করবেন, কী যোগ্যতা লাগবে, বয়সসীমা কত হতে হবে—এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই প্রতিবেদনে জানাবে JKNEWS24 BANGLA, যাতে আপনি একটাও দরকারি তথ্য মিস না করেন!
- নিয়োগকারী সংস্থা- ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)।
- পদের নাম- অগ্নিবীর বায়ু (Agniveer Vayu)।
- মোট শূন্যপদ- ২৫০০ (প্রায়)
- বয়সসীমা- আবেদনকারীর বয়স ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। জন্ম তারিখ ২ জুলাই, ২০০৫ থেকে ২ জানুয়ারি, ২০০৯ -এর মধ্য হতে হবে।
Agniveer Vayu Recruitment
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান শাখার জন্য: যাঁরা বিজ্ঞান শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন এবং গণিত, পদার্থবিদ্যা ও ইংরেজিতে অন্তত ৫০% নম্বর পেয়েছেন, তাঁরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। অথবা, যাঁরা মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইন্সট্রুমেন্টেশন বা আইটি বিভাগে ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা করেছেন, তাঁদেরও মোট নম্বর ও ইংরেজিতে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে। এমনকি, যাঁরা গণিত ও পদার্থবিদ্যার বাইরের বিষয় নিয়ে ২ বছরের বৃত্তিমূলক কোর্স করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন, তবে তাঁদের ক্ষেত্রেও মোট নম্বর এবং ইংরেজিতে ৫০% থাকা বাধ্যতামূলক।
অন্যান্য শাখার জন্য: যেকোনো শাখায় কমপক্ষে ৫০% মোট নম্বর এবং ইংরেজিতে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ। অথবা, ৫০% মোট নম্বর এবং ইংরেজিতে ৫০% নম্বর সহ ২ বছরের বৃত্তিমূলক কোর্স (যদি কোর্সের বিষয় না হয়, তাহলে দশম/দ্বাদশ শ্রেণিতে ৫০%)।
শারীরিক যোগ্যতা-
শারীরিক যোগ্যতার দিক থেকে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ১৫২.৫ সেন্টিমিটার, বুকের মাপ ৭৭ সেমি (৫ সেমি প্রসারণসহ), আর শারীরিক পরীক্ষায় ৭ মিনিটের মধ্যে ১.৬ কিমি দৌড় শেষ করতে হবে। পাশাপাশি, ১ মিনিটে অন্তত ১০টি পুশ-আপ, ১০টি সিট-আপ এবং ২০টি স্কোয়াট দিতে হবে। অন্যদিকে, মহিলা প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৫২ সেমি হওয়া দরকার। তাঁদের ৮ মিনিটে ১.৬ কিমি দৌড় শেষ করতে হবে, সঙ্গে ১.৫ মিনিটে ১৫টি সিট-আপ এবং ১ মিনিটে ১৫টি স্কোয়াট করতে হবে।
বেতন- অগ্নিবীর হিসেবে নির্বাচিত প্রার্থীদের জন্য চার বছরের মেয়াদের একটি নির্দিষ্ট বেতন কাঠামো রয়েছে। এই সময়ের মধ্যে প্রতি বছর তাঁদের বেতনের পরিমাণ বৃদ্ধি পাবে।
- ১ম বছর: প্রতি মাসে ৩০,০০০ টাকা (ইন-হ্যান্ড স্যালারি ২১,০০০ টাকা)।
- ২য় বছর: প্রতি মাসে ৩৩,০০০ টাকা (ইন-হ্যান্ড স্যালারি ২৩,১০০ টাকা)।
- ৩য় বছর: প্রতি মাসে ৩৬,৫০০ টাকা (ইন-হ্যান্ড স্যালারি ২৫,৫৫০ টাকা)।
- ৪র্থ বছর: প্রতি মাসে ৪০,০০০ টাকা (ইন-হ্যান্ড স্যালারি ২৮,০০০ তাকে)।
আবেদনের পদ্ধতি
যাঁরা আগ্রহী এবং যোগ্য, তাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট https://agnipathvayu.cdac.in/AV/ এর মাধ্যমে। অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে ৪ আগস্ট, ২০২৫ পর্যন্ত। তবে মনে রাখবেন, আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেওয়া খুবই জরুরি, যাতে সব শর্ত ও নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে।
তথ্য | লিংক |
---|---|
বিস্তারিত নোটিফিকেশন ডাউনলোড করুন | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন | APPLY NOW |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |