অপারেশন সিঁদুরের সময় সেনাদের খাবার জুগিয়ে বাল পুরস্কার পেল ১০ বছরের শ্রাবণ

রহান, কলকাতা: আজ শুক্রবার দেশের বিভিন্ন রাজ্যের মোট ২০ জন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (Bal Puraskar) দিয়ে সম্মানিত করা হয়েছে তাঁদের অসাধারণ সাহসিকতার জন্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে হাতে এই বিশেষ সম্মান তুলে দেন শিশুদের হাতে। এই তালিকায় রয়েছে শ্রাবণ সিং নামের এক খুদে নায়কও, যে নিজের কৃতিত্বে এই পুরস্কার অর্জন করেছে। অবাক করার বিষয় হল, শ্রাবণের বয়স মাত্র ১০ বছর। এত কম বয়সেই সে এমন এক সাহসী কাজ করে দেখিয়েছে, যার কথা জানলে যে কোনও ভারতীয়রই গর্বে বুক চওড়া হয়ে যাবে।

কেন বাল পুরস্কার পেল শ্রাবণ সিং? (Bal Puraskar)

অপারেশন সিন্দুরের সময়, যখন চারদিকে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং মানুষজন প্রাণ বাঁচাতে ঘরের ভিতর লুকিয়ে ছিল, ঠিক তখনই শ্রাবণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভারতীয় সেনা জওয়ানদের পাশে দাঁড়িয়েছিল। সেই কঠিন পরিস্থিতিতে এই ছোট্ট ছেলেটি প্রতিদিন জল, দুধ, চা, বরফসহ নানা প্রয়োজনীয় জিনিস সেনা পোস্টে পৌঁছে দিত। ভয়কে পিছনে ফেলে সে একের পর এক সেনা পোস্টে ঘুরে জওয়ানদের খোঁজখবর নিত এবং যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করত। শ্রাবণের এই সাহস আর মানবিকতা সত্যিই সকলের জন্য অনুপ্রেরণা।

রাষ্ট্রপতি মুর্মুর কাছ থেকে পুরস্কার গ্রহণের পর শ্রাবণ সিং বলেন, “যখন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর শুরু হয়, তখন সেনারা আমাদের গ্রামে এসেছিল। আমি ভেবেছিলাম আমার তাদের সেবা করা উচিত। আমি প্রতিদিন তাদের জন্য দুধ, চা, বাটারমিল্ক এবং বরফ নিয়ে যেতাম। পুরস্কার পেয়ে আমি খুব খুশি। আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে এটি হবে।”

শ্রাবণকে ভারতীয় সেনাবাহিনীও সম্মানিত করেছে

দেশপ্রেম যে কখনও বয়সের গণ্ডিতে বাঁধা থাকে না, শ্রাবণ তারই এক উজ্জ্বল উদাহরণ। অপারেশন সিন্দুরের সময় ভারতীয় সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল রঞ্জিত সিং মানরাল শ্রাবণের সাহসী ও নিঃস্বার্থ সেবার জন্য তাকে ব্যক্তিগতভাবে সম্মানিত করেন। সেই সময় শ্রাবণকে একটি পুরস্কারের পাশাপাশি বিশেষ খাবার ও আইসক্রিমও উপহার দেওয়া হয়। এত অল্প বয়সে দেশের জন্য তার এই অবদান সত্যিই অনুপ্রেরণার এবং গর্বের।

শ্রাবণ সিং পাঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “পাঞ্জাবিদের জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত যে আজ রাষ্ট্রপতি ফিরোজপুরের ১০ বছর বয়সী শ্রাবণ সিংকে ‘জাতীয় শিশু পুরস্কার’ দিয়ে সম্মানিত করেছেন। আমাদের গুরুদের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে অপারেশন সিন্দুরের সময় বাড়ি থেকে চা, জল ও খাবার এনে যেভাবে শ্রাবণ সেনাদের পাশে দাঁড়িয়েছিল, তা সত্যিই প্রশংসনীয়। দেশের প্রতি এই শিশুর সাহস আর আবেগকে স্যালুট।”

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -