রহান, কলকাতা: ভাগ্য যে কখন, কার জীবনে কীভাবে ধরা দেয়, তা বলা সত্যিই মুশকিল। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের পাথরঘাটা এলাকার বাসিন্দা ও এক সমবায় ব্যাঙ্কের কর্মী কৃষ্ণপদ সিংহের জীবনেও ঠিক এমনই এক অবিশ্বাস্য মুহূর্ত এল। জানা গিয়েছে, মাত্র ১৪০ টাকার নাগাল্যান্ড ডিয়ার লটারি কেটে রাতারাতি তিনি জিতে নিয়েছেন ১ কোটি টাকা। সংসারে দীর্ঘদিন ধরে আর্থিক টানাপোড়েন আর ঋণের চাপ থাকলেও লটারি কাটার প্রতি তাঁর একটা আলাদা টান ছিল। শনিবার সকালে সেই সামান্য টাকার লটারিই বদলে দিল তাঁর ভাগ্যের চাকা, আর এক লহমায় দুশ্চিন্তার জায়গা নিল স্বপ্নপূরণের হাসি।
রাতারাতি ভাগ্য বদল সমবায় ব্যাঙ্কের কর্মীর (Bank Employee Lottery Winner)
টিভি ৯-এর প্রতিবেদনের মতে, কৃষ্ণপদ সিংহ সমবায় ব্যাঙ্কের একজন কর্মী। তবে তাঁর একটি পান, বিড়ি ও সিগারেটের দোকানও রয়েছে, যা বিকেল থেকে রাত পর্যন্ত তিনি নিজে চালান। সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যাঙ্কের কাজ শেষে রাতের সময় দোকানের ব্যবসা সামলাতেন তিনি। জানা গেছে, আগে তিনি চিটফান্ডে টাকা রেখে সর্বস্ব হারিয়েছিলেন, যার ফলে পরিবারে আর্থিক অনটন চলছিল এবং টাকা শোধ করতে তাঁকে দিনরাত হিমশিম খেতে হতো। কিন্তু হঠাৎ করে মাত্র ১৪০ টাকার লটারিতে ১ কোটি টাকা জিতে যেন রাতারাতি বদলে গেল তাঁর ভাগ্যের চাকা।
কৃষ্ণপদ সিংহ নিজেই জানিয়েছেন, ঘটনার সময় তিনি ব্যাঙ্কে কাজ করছিলেন। হঠাৎ লটারির রেজাল্ট চেক করতেই দেখেন ১ কোটি টাকা জিতে গিয়েছেন। আনন্দে আর নিজেকে সামলাতে না পেরে ব্যাঙ্কের মধ্যেই চিৎকার করে ওঠেন তিনি। সেই আওয়াজ শুনে অন্যান্য ম্যানেজার ও কর্মচারীরাও ছুটে আসেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ম্যানেজার তাঁকে সাবধানে থাকতে বলেন এবং নিরাপত্তার কথা ভেবে সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। এরপর তিনি সোজা থানায় যান। কৃষ্ণপদের কথায়, এত খুশি তিনি জীবনে কখনও হননি। দীর্ঘদিন ধরে ঋণের বোঝা টানতে টানতে তিনি কার্যত ক্লান্ত হয়ে পড়েছিলেন। এবার সেই চাপ থেকে মুক্তি মিলবে, আর সংসারও অনেকটাই স্বচ্ছলভাবে চলবে বলেই আশাবাদী তিনি।
কৃষ্ণপদ সিংহের ভাই, পিন্টু সিংহ জানিয়েছেন, সকালে তার দাদা একটি ডিয়ার লটারি কেটেছিলেন। দুপুরের দিকে জানা যায়, তিনি ১ কোটি টাকা জিতেছেন। সেই কারণে পুরো পরিবার থানায় আসে এবং থানার মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন। এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানিয়েছেন, পাথরঘাটা এলাকার ব্যবসায়ী কৃষ্ণপদ সিংহ ১ কোটি টাকা জিতেছেন। আতঙ্কিত অবস্থায় তিনি থানায় আশ্রয় নিয়েছেন এবং বর্তমানে তার পরিবারের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
