Friday, May 9, 2025
36.7 C
Kolkata

JKNews24 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

কম খরচে লাভজনক ব্যবসা:...

কম খরচে লাভজনক ব্যবসা: বর্তমান সময়ে বেকারত্ব যেন বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।...

LIC-র নতুন স্কিম! মাত্র...

LIC-র নতুন স্কিম: মাত্র 1 হাজার টাকা করে জমিয়ে মেয়েকে সুরক্ষিত ভবিষ্যৎ উপহার...

UPI সেবা বন্ধ হবে?...

UPI সেবা বন্ধ হবে: আপনি যদি নিয়মিত UPI ব্যবহার করেন, তাহলে এই খবর...

SBI Asmita Scheme: কম...

SBI Asmita Scheme: মহিলাদের জন্য দারুণ সুখবর! নারী দিবসের আবহে দেশের বৃহত্তম সরকারি...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

ভারতের হাতে ধরা পড়ল পাকিস্তানি পাইলট, করাচির সামনে দাঁড়িয়ে INS Vikrant!

বেজে গেল যুদ্ধের দামামা? পাকিস্তানে দমবন্ধ অবস্থা ভারতের ড্রোন হামলার পর বৃহস্পতিবার সকালে যেন আচমকাই কেঁপে উঠল পাকিস্তান! ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জেরে neighboring দেশ...
Homeখেলাধূলা খবরক্রিকেটটিম ইন্ডিয়ার ১৫ সদস্যের নাম ঘোষণা BCCI: চ্যাম্পিয়নস ট্রফির জন্য চূড়ান্ত দল

টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের নাম ঘোষণা BCCI: চ্যাম্পিয়নস ট্রফির জন্য চূড়ান্ত দল

JKNews24 Bangla, কলকাতা: টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের নাম ঘোষণা BCCI, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শনিতেই এসেছে সুখবর! জসপ্রীত বুমরাহর চোটের মাঝেই আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের নাম ঘোষণা BCCI করেছে। আর সবচেয়ে বড় চমক হল, আইসিসি টুর্নামেন্টের ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মহম্মদ শামি, যিনি টানা ১ বছরেরও বেশি সময় ধরে দল থেকে বিচ্ছিন্ন ছিলেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সেই সাথে দলে জায়গা হয়েছে আলোচনার আড়ালে থাকা প্রাক্তন KKR তারকা শ্রেয়স আইয়ারেরও। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, চোট যন্ত্রণা নিয়ে বিশ্রামে থাকা বুমরাহকে দলে রেখেই স্কোয়াড বানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলত, ঘটনাটি অপ্রত্যাশিত হলেও খুশির জোয়ারে ভেসেছেন সমর্থকরা। সবকিছু মিলে, টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের নাম ঘোষণা BCCI নিয়ে একটি নতুন যুগের শুরু।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের নেতৃত্ব রোহিতের হাতেই

গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের চুনকাম সিরিজে রোহিত শর্মা ছিলেন একমাত্র প্রধান খলনায়ক। অজিভূমিতে পা রেখেও নিজের ব্যর্থতার পরিধি কমাতে পারেননি তিনি, যার ফলে তাঁর কেরিয়ার ও অবসর নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে এই সব জল্পনার মাঝেই, হিটম্যানকেই আবারও ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব দিলেন নির্বাচক অজিত আগরকর এবং তার দল। নতুন দলের নাম ঘোষণার পর, টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের নাম ঘোষণা BCCI নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে।

শনিবার দুপুরে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে বসেছিল রোহিত শর্মা এবং নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের সাংবাদিক বৈঠক। এই সাংবাদিক বৈঠক হওয়ার আগে, BCCI কর্তাদের সাথে নির্বাচন কমিটির সদস্যদের একটি দীর্ঘ আলাপ-আলোচনা চলে। তার পরেই, আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে বোর্ড।

2025 চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভারতের প্রথম কয়েকটি ম্যাচ

২০১৭ সালের পর দীর্ঘ ৮ বছর পেরিয়ে ফের আয়োজন হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এবারে এই টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব গিয়েছে পাকিস্তানের ওপর, যার মানে, বেশিরভাগ ম্যাচই হবে পাক ময়দানে। তবে, হাইব্রিড মডেল অনুসরণ করে ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সেই সূত্র ধরেই, ২০ ফেব্রুয়ারি পদ্মা পাড়ের দল বাংলাদেশের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ খেলবে ভারত। এদিনের রণক্ষেত্র হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। তারপর, ২৩ ফেব্রুয়ারি, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে একটি হাই ভোল্টেজ ম্যাচে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। তার পর, ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ফিরে দেখা

এখন, সকলের নজর টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের নাম ঘোষণা BCCI এর উপর। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, অর্থাৎ মিনি ওয়ার্ল্ড কাপের আসরে, ২০১৩ সালে শেষবারের মতো জয় পেয়েছিল ভারত। সেবার ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি কাঁধে তুলেছিল টিম ইন্ডিয়া। তবে, ২০১৩-র জয়ের পর ২০১৭ সালের ফাইনালে চেনা শত্রু পাকিস্তানের বিরুদ্ধে টানটান লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিতে পারেনি ভারতের ছেলেরা। এর পরেই, ২০১৭ সালের শিরোপা ভারতের হাতছাড়া হয়ে যায়, আর জাতীয় দলের জন্য সে বছরটা ছিল অত্যন্ত দুঃখজনক। তারপর ২০২১ সালে করোনা মহামারির প্রকোপে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন সম্ভব হয়নি। এখন, দীর্ঘ ৮ বছর পর আবারও জয়ের আশায় বুক বাঁধতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। তবে, শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি ভারতের ঝুলিতে আসবে কিনা, তা জানা যাবে সময়ের সাথে সাথে।

টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের নাম ঘোষণা BCCI

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমন গিল (সহ অধিনায়ক), কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা। এই তালিকায় আরও উল্লেখযোগ্য হল, টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের নাম ঘোষণা BCCI করার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।