Career in Indian Museums: জাদুঘরে চাকরির যোগ্যতা, কোন ডিগ্রি আবেদন করতে পারবেন?

পিংকী, কলকাতা: এবার ভারতে ছোট-বড় মিলিয়ে ১,০০০-এরও বেশি জাদুঘর আছে, যেগুলোর মধ্যে অনেকগুলোই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুমোদিত। এই সমস্ত জাদুঘরে নিয়মিত কর্মী নিয়োগ করা হয় (Career in Indian Museums)। সাধারণত নিয়োগের জন্য আবেদনকারীকে নির্দিষ্ট যোগ্যতা থাকতে হয়, যেমন আর্কিয়োলজি, ইতিহাস, আর্টস বা মিউজিয়ম ম্যানেজমেন্টে ডিগ্রি। অনেক ক্ষেত্রে লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হয়। কিছু জাদুঘরে প্রশিক্ষণ-ভিত্তিক নিয়োগও থাকে, যেখানে শিক্ষানবিশ হিসেবে শুরু করতে হয় এবং পরে স্থায়ী পদে উন্নীত হওয়া যায়। এছাড়া, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের নিয়োগ নীতি অনুযায়ী বয়সসীমা ও অন্যান্য শর্তাবলি প্রযোজ্য।

কোন কোন পদে নিয়োগ করা হয়? (Career in Indian Museums)

কিউরেটর, ডেপুটি কিউরেটর, কনজ়ারভেটর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কনজ়ারভেশন অ্যাসিস্ট্যান্ট, ফোটোগ্রাফার, ডেটা এন্ট্রি অপারেটর, রিসার্চ অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো, সায়েন্টিস্ট, লাইব্রেরিয়ান, ক্লার্ক, ম্যানেজার, মেন্টর, আর্কাইভিস্ট, গাইড, এগ্‌জ়িবিশন টেকনিশিয়ান, রিস্টোরেশন এক্সপার্ট পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে।

সুযোগ কারা পেতে পারেন?

মিউজ়িয়োলজি, নৃতত্ত্ব, ইতিহাস, প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি—এই সমস্ত বিষয়ে উচ্চশিক্ষিতদের জাদুঘরগুলোতে নিয়োগ দেওয়া হয়। তবে শুধু ইতিহাস বা সংস্কৃতিতেই সীমাবদ্ধ নয়। রিসার্চ অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো, সায়েন্টিস্ট, লাইব্রেরিয়ান-এর মতো পদেও বিজ্ঞান, কলা ও ইঞ্জিনিয়ারিং শাখার উচ্চশিক্ষিতরা আবেদন করতে পারেন।

কী ভাবে নিয়োগ করা হয়?

জাদুঘর বা মিউজ়িয়ামগুলি সাধারণত কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে পরিচালিত হয়। তাই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ যেমন কিউরেটর, ডেপুটি কিউরেটর, কনজারভেটর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট, ফোটোগ্রাফার, ডেটা এন্ট্রি অপারেটর-এ নিয়োগের জন্য ইউপিএসসি, এসএসসি বা রাজ্য পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা আয়োজন করে।

এর পাশাপাশি নির্দিষ্ট সময়ের চুক্তিভিত্তিক পদ যেমন রিসার্চ অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো, সায়েন্টিস্ট বা লাইব্রেরিয়ান-এও চাকরির সুযোগ থাকে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট জাদুঘরের কর্তৃপক্ষ সরাসরি ইন্টারভিউ বা পরীক্ষা আয়োজন করে প্রার্থীদের নির্বাচন করে থাকেন।

কোথায় নিয়োগ করা হয়?

নয়া দিল্লির ন্যাশনাল মিউজ়িয়াম, কলকাতার জাতীয় সংগ্রহশালা, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়াম-এর মতো সংস্থায় নিয়মিত ভাবে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। এ ছাড়াও প্রতিটি রাজ্যে আর্কিয়োলজি, মিউজ়িয়াম বিভাগ এবং রিজিওনাল হেরিটেজ় মিউজ়িয়াম-এও চাকরির সুযোগ মেলে।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -