আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

Chandra Grahan 2025: রবিবার রাত ১১টা ৪২ মিনিটে সবচেয়ে লাল দেখা যাবে চাঁদ

Chandra Grahan 2025 রবিবার রাত ১১টা ৪২ মিনিটে সবচেয়ে লাল দেখা যাবে চাঁদ

Chandra Grahan 2025: বিজ্ঞানীদের মতে, রবিবার রাত ৮টা ৫৮ মিনিট (ভারতীয় সময়) থেকে ধীরে ধীরে চাঁদ ফ্যাকাশে হতে শুরু করবে। তারপর ধাপে ধাপে পৃথিবীর একমাত্র উপগ্রহটি লালচে আভা নেবে। ভারত থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখা যাবে রাত ১১টা ৪২ মিনিটের দিকে। তবে একটা ব্যাপার মনে রাখা জরুরি—সূর্যগ্রহণের সময় সূর্য একেবারে ঢাকা পড়ে গেলেও, চন্দ্রগ্রহণের সময় তা হয় না। বরং তখন চাঁদ ক্রমশ ফ্যাকাশে হয় এবং পূর্ণগ্রাস পর্যায়ে পৌঁছালে গাঢ় লালচে রঙ ধারণ করে। এই বিশেষ রঙের পেছনে রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের এক বৈজ্ঞানিক কারণ, যা আলোকে ফিল্টার করে চাঁদের ওপর ফেলে।

চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তা-ই পৃথিবীতে প্রতিফলিত হয়। চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় গাঢ় লালচে। সে কারণে তাকে ‘রক্ত চাঁদ’ (ব্লাড মুন)-ও বলা হয়ে থাকে।

কেন লাল রং হয় চাঁদের?

যখন পৃথিবী ঠিক সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে—এই সময়ই হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অনেকেই ভাবেন চাঁদ তখন পুরো কালো হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না, বরং চাঁদ লালচে হয়ে ওঠে। এমপি বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের প্রাক্তন অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি এই ব্যাখ্যা দিয়েছেন। তাঁর কথায়, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে প্রতিসরিত করে। এ সময় সূর্যালোকের লাল অংশ কম প্রতিসরিত হয়ে চাঁদের ওপর পৌঁছায়, আর নীল অংশ চারদিকে ছড়িয়ে যায়। তাই গ্রহণের সময়ে চাঁদ গাঢ় লাল বা লালচে-কালো আভা ধারণ করে, কিন্তু কখনও একেবারে কালো হয়ে যায় না।

দুয়ারির মতে, চাঁদের উদয় বা অস্ত হচ্ছে (দিগন্তের কাছাকাছি থাকলে), এমন সময় গ্রহণ হলে, তখন তাকে সবচেয়ে বেশি লাল দেখায়। কারণ, সে সময় আবহাওয়া মণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের আলোকে অনেকটা ভ্রমণ করতে হয়। চাঁদ মাথার উপরে থাকার সময়ে গ্রহণ হলে, তাকে প্রকট লালচে কালো না-ও দেখা যেতে পারে। রবিবার যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে, তখন ভারতে মধ্যরাত। ৭ সেপ্টেম্বর ভারতীয় সময়ে রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে চলবে সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সে সময় চাঁদ যেহেতু মধ্যগগনে থাকবে, তাই ভারত থেকে গ্রহণের চাঁদকে ততটা লাল না-ও দেখাতে পারে।

কখন দেখা যাবে গ্রহণ?

গ্রিনিচ মান মন্দির (GMT) অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে। ভারতে তখন রাত ৮টা ৫৮ মিনিট। এই গ্রহণ চলবে ৮ সেপ্টেম্বর রাত ২টা ২৫ মিনিট পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হবে যখন চাঁদ লালচে রঙ ধারণ করবে। ভারতে সেই দৃশ্য চোখে পড়বে ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে শুরু করে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত। প্রায় ৮২ মিনিট ধরে আকাশে এই অপূর্ব লালচে চাঁদ দেখা যাবে।

কোথা থেকে দেখা যাবে?

এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে।

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now