2.6 C
New York
Thursday, December 26, 2024

নিউ গড়িয়া থেকে মেট্রো পরিষেবা কবে? জানুন বিস্তারিত!

নিউ গড়িয়া থেকে মেট্রো পরিষেবা কবে? প্রতিদিন যারা কলকাতা যাতায়াত করেন, তারা জানেন মেট্রো কতটা প্রয়োজনীয়। রাস্তার জ্যাম এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে মেট্রো শুধু সময়ই বাঁচায় না, খরচও কমায়। তাই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ শহরের সর্বত্র মেট্রো পরিষেবা বিস্তৃত করার জন্য দিনরাত পরিশ্রম করছে। আর এবার চিংড়িঘাটা থেকে সল্টলেক পর্যন্ত নতুন মেট্রো রুট চালু হওয়ার সুখবর এসেছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চিংড়িঘাটা-সেক্টর ফাইভ লাইনে ট্রলি ইনস্পেকশন

এতদিন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু ছিল, তবে আজ, শনিবার, নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো লাইনের চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথমবার ট্রলি ইনস্পেকশনের আয়োজন করা হয়েছিল। এই পদক্ষেপের মাধ্যমে, আশা করা হচ্ছে খুব শীঘ্রই সল্টলেক পর্যন্ত মেট্রো লাইন চালু হবে। এবার আশা করা হচ্ছে সল্টলেক পর্যন্ত লাইন চালু করা হবে খুব শীঘ্রই।

কি জানাল মেট্রো কর্তৃপক্ষ?

এদিন, মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি সকালে গৌরকিশোর ঘোষ স্টেশন পরিদর্শনে যান। এরপর, আইটি সেন্টার মেট্রো স্টেশন পর্যন্ত RVNL আধিকারিকদের সাথে ট্রলি ইনস্পেকশন পরিচালনা করেন। পর্যবেক্ষণ চলাকালীন, তিনি প্ল্যাটফর্ম, স্টেশনে ঢোকা ও বেরোনোর রাস্তা, এবং আপদকালীন সিঁড়িসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখেন, যাতে সবকিছু সঠিকভাবে কাজ করছে এবং যাত্রীদের জন্য নিরাপদ এবং সুবিধাজনক হয়। একইসাথে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত করিডরের নলবন স্টেশনের কাজ কতদূর এগোলো সেই বিষয়েও খবরা খবর নেন জেনারেল ম্যানেজার।

তিন মাস পরেই চালু হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো

ট্রলি ইনস্পেকশনের পর থেকেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, সব চেকিং শেষে কবে থেকে মেট্রো সার্ভিস চালু হবে? তবে, যেমনটা জানা যাচ্ছে, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর মার্চ মাসে লাইন পরিদর্শন করতে গিয়েছিলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনকুমার গর্গ। তখন কাজের গতি নিয়ে তিনি মোটেও খুশি ছিলেন না। তবে, এখন সব কিছু ঠিক থাকলে, আশা করা হচ্ছে যে, আগামী তিন মাসের মধ্যে নিউ গড়িয়া থেকে সল্টলেক পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা চালু হবে।

JK Official
JK Official
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection