কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগে গবেষকের নিয়োগ!

নানান প্রতিকূলতার মুখোমুখি হওয়া কিশোর-কিশোরীদের নিয়ে গবেষণাধর্মী একটি বিশেষ প্রকল্প চালু করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় (CU Recruitment )। এই বিষয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে, পুরো প্রকল্পটি পরিচালনার জন্য গবেষক নিয়োগ করা হবে। প্রকল্পের অর্থায়ন করবে একটি কেন্দ্রীয় সংস্থা, যার সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া হবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগে গবেষকের নিয়োগ (CU Recruitment)

বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ফিজ়িবিলিটি অ্যান্ড শর্টটার্ম আউটকামস অফ এ লোকালি অ্যাডাপ্টেড লাইফ স্কিলস ইন্টারভেনশন ইন অ্যাডোলেসেন্টস এক্সপেরিয়েন্সিং ক্রনিক অ্যাডভার্সিটিস: এ মাল্টি-সাইট স্টাডি’। এটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।

একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট–৩ পদে নতুন কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে মাত্র একটি। শুরুতে এই পদের কাজের মেয়াদ নির্ধারিত হয়েছে এক বছর। তবে ভবিষ্যতে কর্মদক্ষতা এবং তহবিলের প্রাপ্যতা অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট–৩ পদে নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে মাত্র একটি। নির্বাচিত প্রার্থী শুরুতে এক বছরের চুক্তিতে কাজ করবেন। পরবর্তী সময়ে কর্মদক্ষতা ও তহবিলের উপর ভিত্তি করে মেয়াদ বাড়ানো হতে পারে। প্রতি মাসে সাম্মানিক হিসেবে প্রার্থীকে দেওয়া হবে ৩৬,৪০০ টাকা।

যোগ্যতা: এই পদে আবেদন করতে পারবেন মনোবিদ্যা, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। প্রার্থীর স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের ছাড় প্রযোজ্য।

ইন্টারভিউ: আগামী ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের ওই দিন আবেদনপত্র, কভার লেটারসহ নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। আবেদনের অন্যান্য শর্তাবলি ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -