কেন্দ্রের অর্থপুষ্ট একটি বিশেষ গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগের ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয় (CU Recruitment)। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক গবেষক নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট গবেষণা বিভাগে এই কাজ পরিচালিত হবে, এবং আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত মেনে আবেদন করতে পারবেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষকের খোঁজ (CU Recruitment)
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে একটি নতুন গবেষণা প্রকল্পে কাজের সুযোগ এসেছে, যেখানে অর্থ দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)। এই প্রকল্পে একজন জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রথমে এক বছরের জন্য চুক্তিভিত্তিক কাজ, প্রয়োজনে আরও ৯ মাস বাড়তে পারে মেয়াদ। মাসে ৩৭,০০০ টাকার সম্মানিকের পাশাপাশি থাকছে বাড়িভাড়া ভাতাও—যাঁরা গবেষণায় ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি দারুণ সুযোগ।
আরও পড়ুন: সমাজবিজ্ঞান প্রকল্পে আইএসআই-এ চাকরি, অনলাইনে আবেদন শুরু
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই পদার্থবিদ্যায় স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে। সঙ্গে সিএসআইআর–নেট বা গেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক। বয়সসীমা রাখা হয়েছে সর্বোচ্চ ২৮ বছর, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন করতে আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা ই-মেল আইডিতে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি পাঠিয়ে দিতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ২৪ ডিসেম্বর। এরপর ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউ হবে, যেখানে প্রার্থীদের সব আসল নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। আবেদনের পূর্ণ শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি একবার ভালো করে দেখে নেওয়া জরুরি।
প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
