পিংকী, কলকাতা: দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চিকিৎসকদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে (DSP Recruitment)। সংস্থার মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালের মেডিক্যাল বিভাগে পরামর্শদাতা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে নিযুক্তদের স্টীল অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে কাজ করতে হবে। শূন্যপদ মোট সাতটি।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার ও স্পেশ্যালিস্ট পরামর্শদাতা পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (MBBS) ডিগ্রি থাকতে হবে। স্পেশ্যালিস্ট পদে নিযুক্তদের ক্ষেত্রে শল্যচিকিৎসা, স্ত্রীরোগ, পিডিয়াট্রিক্স বা পাবলিক হেলথের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
দুর্গাপুর স্টিল প্লান্টে চিকিৎসক নিয়োগ (DSP Recruitment)
চিকিৎসকদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা স্টেট মেডিক্যাল কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকা প্রয়োজন। তাঁদের বয়স ৬৯ বছরের মধ্যে হতে হবে। তাঁরা মোট এক বছরের চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হবে।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসাররা প্রতি মাসে ৯০,০০০ টাকা এবং স্পেশ্যালিস্টরা প্রতি মাসে ১,২০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা পারিশ্রমিক পাবেন। প্রার্থীদের যোগ্যতা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে, তাই শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি অবশ্যই ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউ ৬ ও ৭ জানুয়ারি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অফিসে অনুষ্ঠিত হবে। আগ্রহীদের সকাল ১০টার মধ্যে সমস্ত নথি নিয়ে পৌঁছাতে হবে। ইন্টারভিউ কতক্ষণ চলবে, কোন আধিকারিকদের সঙ্গে নিয়োগ সংক্রান্ত প্রশ্ন করা যাবে— এসব সংক্রান্ত বিস্তারিত তথ্য স্টীল অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট sailcareers.com থেকে দেখা যাবে।
